ঢাকা, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার
মেনু |||

ইতালিতে মহান একুশে উদযাপন

ইতালি : ইতালিতে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি (বুধবার) ইতালিতে বাংলাদেশ দূতাবাস, মিলান কনস্যুলেট এর পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন, বাংলা স্কুলের আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে ।

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কতৃপক্ষ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

স্কুলের সাধারন সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী অনুষ্ঠানে উপস্থাপনা করেন। স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তারের বিদায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিলরুবা জামানকে প্রধান শিক্ষিকা হিসাবে বরণ করে নেওয়া হয় এদিন।

অনুষ্ঠানে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে – উপস্থিত ছিলেন উপদেষ্টা আরফান মাস্টার, সহ – সভাপতি নাসির উদ্দিন পান্না, সাধারন সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লা সোহেল, সদস্য ফকরুল চৌধুরী, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম সুজন, মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, প্ শিক্ষিকা মেহেরুন নেছা মলি, কাজল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সদস্য সুমন সরকার, ক্রীড়া সম্পাদক নূরে আলম, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি জাকির হোসেন সুমন প্রমুখ।


যথাযোগ্য মর্যাদায় অস্থায়ী শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি পালন করেছে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা।

এইদিন ভেনিসে আ.লীগের উদ্যোগে ভেনিস যুবলীগের সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে প্রথম প্রহরে ভেনিস আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে অস্থায়ী শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা।

 

এই সময় উপস্থিত ভেনিস আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সোলেমান হোসেন, তাজুল ইসলাম, শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, কুদ্দুছ চৌধুরী ,কাজী রোনাক সহ সকল নেতৃবৃন্দরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য্যের ওপর বক্তব্য উপস্থাপন করেন।

প্রথমেই শহীদ বেদিতে পুষ্পস্তর্পক অর্পণ করেন ভেনিস আওয়ামীলীগ। তারপরে ধারাবাহিক ভাবে শ্রদ্ধা জানান ভেনিস যুবলীগ,বৃহত্তর ঢাকা সমিতি ,বৃহত্তর কুমিল্লা সমিতি ,নরসিংদী সমিতি ,ভৈরব সমিতি ,ভৈরব পরিষদ ,আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ,কিশোরগঞ্জ জেলা সমিতি ,ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি ,ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি ,সাংবাদিক পরিবার সহ বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। এসময় একুশের চেতনায় উজ্জীবিত হয়ে একটি মর্যাদাশীল দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্যে সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।

এইদিকে, একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে এসিএস ভেনিস ক্লাব। একুশের প্রথম প্রহরে সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের স্মরণে ইতালির ভেনিসে এসিএস ভেনিস ক্লাবের আয়োজনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন এসিএস ক্লাবের সভাপতি মোশারফ মোল্লা,আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান, সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম ,এসিএস ভেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সালেহ ,ক্লাবের স্পনসর মামুন আহমেদ ,আকন হিরু ,সজীব আহমেদ ,কামাল হোসেন ,মেহেদী আহমেদ।

এছাড়াও ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতি রিমিনি।
এ বছর প্রথমবারের মত স্থানীয় একটি পার্কে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে প্রবাসী বাংলাদেশিরা ভাষা আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধা জানান।

বৃহত্তর ফরিদপুর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি দুলাল শিকদারের সভাপতিত্বে সহ সভাপতি রবিন হাসানের পরিচালনায় ভাষা দিবসের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন রিমিনি শহরের কমুনের সিন্দাকো জামিল সাদে গুলবাদ।সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ,রায়হান আহমেদ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শহিদুল মোড়ল ,রাজু মুন্সী ,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাওলাদার ,সাংগঠনিক রাজীব খান ,অর্থ সম্পাদক কালু হাওলাদার ,সহ অর্থ সম্পাদক দেলোয়ার শিকদার ,দপ্তর সম্পাদক সাত্তার তালুকদার ,সহ দপ্তর সম্পাদক তাইজুল আকন ,আন্তর্জাতিক সম্পাদক মৃদুল শিকদার ,ক্রীড়া সম্পাদক শাহীন শিকদার প্রমুখ।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ সাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬