যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, কারও টাকা মার যাবে না: অর্থ উপদেষ্টা

সরকার ব্যাংকে গ্রাহকদের জমা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, তবে অর্থ ফেরতের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন কারও অর্থ হারিয়ে যাবে না। তবে যেহেতু কিছু ব্যক্তি অর্থ নিয়ে পালিয়েছে, সেজন্য প্রক্রিয়ায় সময় লাগছে। বিশ্বের কোথাও এভাবে টাকা আত্মসাতের ঘটনা বিরল।” তিনি জানান, বাংলাদেশ ব্যাংক বর্তমানে দুর্বল ব্যাংকগুলোর পুনর্বাসনে কাজ করছে। ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, “ইসলামী ব্যাংকে আস্থা ফিরতে শুরু করেছে। একইভাবে অন্যান্য ব্যাংক পুনর্গঠনের লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে।” সঞ্চয়পত্রের মুনাফা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “মুনাফার হার যদি অতিরিক্ত বাড়ানো হয়, তাহলে মানুষ ব্যাংকে টাকা না রেখে শুধু সঞ্চয়পত্র কিনবে। এতে ব্যাংকের তারল্য সংকট তৈরি হতে পারে। বিষয়টি ভারসাম্য রেখে দেখার প্রয়োজন রয়েছে।” এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “সমস্যা নিরসনে আলোচনা চলছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধানে কাজ করছে।” বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “ব্যবসার অনুমোদনে প্রয়োজনীয় ছাড়পত্রগুলো এক জায়গায় এনে প্রক্রিয়াটি সহজ ও কেন্দ্রীয়করণ করার চেষ্টা চলছে, যাতে বিনিয়োগকারীদের বারবার দপ্তরে যেতে না হয়।” সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ইউএনও রাজীব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকাওয়াচ/এমএস

এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ, ট্রাম্পের মেয়াদেই আশা করছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আশা প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদেই আঙ্কারার জন্য এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ শুরু হতে পারে। সম্প্রতি আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এফ-৩৫ যুদ্ধবিমান আমাদের প্রথম এবং প্রধান প্রয়োজন।” এরদোয়ান আরও বলেন, “এফ-৩৫ শুধু একটি সামরিক প্রযুক্তির বিষয় নয়, বরং এটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতীক। বিশেষ করে ন্যাটোর মতো মিত্র জোটের কাঠামোর ভেতরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার পাশাপাশি আমরা আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তিনি আশা প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের মধ্যে সম্পাদিত সমঝোতাগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং তার মেয়াদকালেই তুরস্কে এফ-৩৫ যুদ্ধবিমানের সরবরাহ শুরু হবে।” এদিকে গ্রিস থেকে আসা সমালোচনার জবাবে এরদোয়ান মন্তব্য করেন, প্রতিটি ন্যাটো সদস্য দেশের উচিত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। এতে শুধু সেই দেশের নিরাপত্তাই নয়, বরং গোটা জোটের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত হবে বলেও মত দেন তিনি। ঢাকাওয়াচ/এমএস

বন্দর থেকে পণ্য খালাস করা যাবে ঘরে বসে

আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ঘরে বসে সব শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে। সরকারের অর্থ বিভাগের পরিচালনায় ‘এ চালান’ সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম; যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যেকোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনবিআর জানায়, গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার এ ব্যবস্থা চালু হয়। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে। এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ চালানের মাধ্যমে জমা দেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে, যা সরকার তাৎক্ষণিকভাবে এ নগদ অর্থ খরচ করতে পারবে। এ বিষয়ে এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।

উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ২৭ জুন নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) উল্টো রথযাত্রা উপলক্ষে শনিবার বিকেলে বিশাল শোভাযাত্রা বের করে। উল্টো রথযাত্রার উদ্বোধনী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পলাশীমোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলি ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। ঢাকার ধামরাইয়ে এটি পরিচিত যশোমাধবের রথযাত্রা নামে। ভারতের ওড়িষ্যা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথ দেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে। এছাড়া বাংলাদেশের পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও উল্টো রথ টানা উৎসব অনুষ্ঠিত হয়। সূত্রঃ বাসস

জাতীয়

খিলক্ষেত থেকে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “মুশফিকুর রহমান বাসা থেকে জুমার নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হন, তবে তিনি বাসার পাশের মসজিদেও যাননি এটি সিসি ক্যামেরার ফুটেজে নিশ্চিত হওয়া গেছে।” পরিবার জানায়, দুপুর ১২টার পর পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হওয়ার সময় মুশফিকুর রহমান তার মোবাইল ফোনও সঙ্গে নেননি। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ নিখোঁজ ডিজিএমের সন্ধানে তদন্ত শুরু করেছে এবং তার অবস্থান শনাক্তে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি সাজ্জাদ। ঢাকাওয়াচ/এমএস

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কারের বিকল্প নেই: গোল টেবিল বৈঠকে বক্তারা

হাইলাইটস
রাজনীতি

ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রাম করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমান ঘোষিত এক দফা আন্দোলনে অংশ নিতে গিয়ে গত জুলাই-আগস্টে অভ্যুত্থান পরিস্থিতিতে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শনিবার (৫ জুলাই ) বিকেলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, আমরা তাদের ভুলে যেতে পারি না। তাদের আত্মত্যাগের ফলেই দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারগুলোর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরাও ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকব। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো একটি মানবিক বাংলাদেশ গড়া, যেখানে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ থাকবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা আর চাই না, আমাদের কোনো ভাই শহীদ হোক। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, উদ্বোধকের বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, আমরা বিএনপি পরিবারের আতিকুর ইসলাম রুমন প্রমুখ।

পিআর নির্বাচনের নামে গায়েবি নির্বাচনের পথ খুলছে সুবিধাভোগীরা: সালাহউদ্দিন আহমদ

সারাদেশ

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো বলব না, আপনাদের জন্য আমরা এই করে দেব, সেই করে দেব। আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই- সময়ের প্রয়োজনে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের দয়ালের মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, বিকল্প ইশতেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারছি না। এই কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের অন্যতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি আরও বলেন, এখানে একটু আগে একটি প্ল্যাকার্ড দেখেছিলাম, ‘স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো’। আমরা একাত্তরে স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এবার চব্বিশের গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না। আজকের এই নওগাঁ থেকে এটিই আমাদের প্রতিজ্ঞা- স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো এবং এই স্বাধীনতাটাকে আমরাই রক্ষা করব। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার এলাকার খবর
আন্তর্জাতিক

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতে ইরানের বেশ কয়েকটি সফল হামলার তথ্য গোপন রেখেছে ইসরায়েল সরকার এমনটাই দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি টেলিগ্রাফ। প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের স্যাটেলাইট বিশ্লেষণের বরাত দিয়ে বলা হয়, ইরানের ছোড়া অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে একটি বড়সড় বিমানঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র ও একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। টেলিগ্রাফ জানায়, ১২ দিনের এই সংঘর্ষে ইরান ৪০টির বেশি ইসরায়েলি অবকাঠামোয় সফলভাবে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এসব হামলা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ৮৪ শতাংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে। ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে একতরফাভাবে আগ্রাসন শুরু করে। তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান পাল্টা জবাব দেয়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে সংঘাতে জড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যদিও মার্কিন কর্তৃপক্ষ জানায়, এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। সবশেষে, ২৪ জুন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল বলেছে, তারা তাদের লক্ষ্য পূরণ করেছে এবং সংঘাত থেকে সরে আসছে। অন্যদিকে, ইরান দাবি করে, তারা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। এরপর থেকেই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ঢাকাওয়াচ/এমএস

সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অর্থনীতি

যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, কারও টাকা মার যাবে না: অর্থ উপদেষ্টা

সরকার ব্যাংকে গ্রাহকদের জমা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, তবে অর্থ ফেরতের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন কারও অর্থ হারিয়ে যাবে না। তবে যেহেতু কিছু ব্যক্তি অর্থ নিয়ে পালিয়েছে, সেজন্য প্রক্রিয়ায় সময় লাগছে। বিশ্বের কোথাও এভাবে টাকা আত্মসাতের ঘটনা বিরল।” তিনি জানান, বাংলাদেশ ব্যাংক বর্তমানে দুর্বল ব্যাংকগুলোর পুনর্বাসনে কাজ করছে। ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, “ইসলামী ব্যাংকে আস্থা ফিরতে শুরু করেছে। একইভাবে অন্যান্য ব্যাংক পুনর্গঠনের লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে।” সঞ্চয়পত্রের মুনাফা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “মুনাফার হার যদি অতিরিক্ত বাড়ানো হয়, তাহলে মানুষ ব্যাংকে টাকা না রেখে শুধু সঞ্চয়পত্র কিনবে। এতে ব্যাংকের তারল্য সংকট তৈরি হতে পারে। বিষয়টি ভারসাম্য রেখে দেখার প্রয়োজন রয়েছে।” এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “সমস্যা নিরসনে আলোচনা চলছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধানে কাজ করছে।” বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “ব্যবসার অনুমোদনে প্রয়োজনীয় ছাড়পত্রগুলো এক জায়গায় এনে প্রক্রিয়াটি সহজ ও কেন্দ্রীয়করণ করার চেষ্টা চলছে, যাতে বিনিয়োগকারীদের বারবার দপ্তরে যেতে না হয়।” সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ইউএনও রাজীব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকাওয়াচ/এমএস

বন্দর থেকে পণ্য খালাস করা যাবে ঘরে বসে

খেলাধুলা
বিনোদন

‘তারা মনে করে- আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি’

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নেমে আলোচনায় এসেছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও দেশের সমসাময়িক নানা ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে আলোচনায় থেকেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে দেশের নারী নির্যাতন, ধর্ষণসহ নানা পরিস্থিতি তাকে হতাশ করেছে। কেননা দেশের কাছে তিনি আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও এমনই ভাবনার কথা জানালেন অভিনেত্রী। তিনি মনে করেন, নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে। একটু ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, অনলাইনে মেয়েদের নানাভাবে হ্যারাস (হয়রানি) করা হচ্ছে। আমিও যার শিকার। তারা মনে করছে, আমি এটা ডিজার্ভ করি। কারণ, আমি একটা খারাপ মেয়ে। কেন খারাপ মেয়ে? এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, আমার ঠোঁটকাটা। সময়ের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়িয়েছিলাম। বাজে ব্যাপার হচ্ছে, তারা আমাকে কোনো দলে ফেলতে পারছে না। যে কারণে সবকিছুতেই সমস্যা দেখছে। অভিনেত্রী আরও বলেন, জুলাইয়ের গণঅভুত্থ্যানে যখন গিয়েছি, তখন একটা আশার আলো দেখেছি। যারা টিভিতে সংবাদ দেখেছে, তারা আসলে বুঝতে পারবে না বাস্তবের অভিজ্ঞতাটা কেমন ছিল। ভেবেছিলাম, এবার একটা পরিবর্তন আসবে। তবে আমরা এতটাই দুর্নীতিগ্রস্থ একটা জাতি, যিনি পালিয়ে গেছেন, তার রেখে যাওয়া সেই করাপ্টেড সিস্টেম থেকে বের হতে পারিনি। এদিকে বুধবার (২ জুলাই) জুলাইয়ের স্মৃতিচারণ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে বাঁধন লেখেন, যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল- সত্যি বলতে, তাদের জন্য আমার দুঃখ হয়। ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল। মানুষ যে পরিমাণ অবিচার, অন্যায় এবং দমন- পীড়নের মুখোমুখি হচ্ছিল, তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি- ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনও রাস্তা খোলা ছিল না। ৫ আগস্টের কথা স্মরণ করে বাঁধন বলেন, যারা সেদিন, ৫ আগস্ট রাস্তায় ছিল না, তারা কোনও দিন বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল- যখন সে ভীতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল একদম বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম। ওইরকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে। সর্বশেষে বাঁধন লিখেছেন, হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে, এবং সবকিছু সুখকর হয়নি। কিন্তু এক জিনিস স্পষ্ট; জুলাই বিপ্লব সঠিক সময়ে, সঠিক কাজ ছিল। এদিকে কদিন আগেই কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনা নিয়েও প্রতিবাদ করেন বাঁধন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন রেখেছিলেন। তিনি লিখেছিলেন, এই দেশে কি আমি নিরাপদ। উত্তরটা সহজ নয়। এখানে বেঁচে থাকার জন্য আমরা কী করি। আমরা সহ্য করি মানিয়ে নেই।