হাবীব ইমন'র একগুচ্ছ কবিতা
অন্ধকারে আলো খোঁজা গল্পটা শেষ হবে না, যখন তোমার জাল থাকে, সন্দেহের সুরত মিটবে না, যখন মন খল থাকে। তুমি খুঁজবে ব্যথা অন্যের, ছুঁড়বে দগ্ধ তীর, তবু আসবে সে দিন, যে করে তোকেই বীর। বিশ্বাসের খোঁজে হারিয়েছি পথ অন্ধকারে, অন্ধকার বুকে জ্বালিয়েছি এক দীপ পবিত্র তাপে। তারা ভেঙেছে মন, মুছে দিয়েছে চিহ্ন, তবু বেঁচেছি আমি, লিখেছি অন্তরের গিঁথি। যে ভালোবাসে খাঁটি, দেবে ভরসা নিভৃত, যে থাকবে চুপচাপ তোর কাছে, করবে তোর আশ্রয় মধুরিত। লেখা আমার নয় শুধু স্মরণে রাখতে, আলো ছড়াতে, অন্ধকার কাটাতে। গল্প যদি শেষ হয় আজ এখানে, হোক সে শুরু কারো জীবনের নতুন গানে। আমি অমরত্বের বিশ্বাসী নই, জানি, তবু সৎ বয়ানে টিকে থাকবে ভালোবাসা, রাখব তোমারই জানি। শরীরের দুর্বলতা কি আসে তাতে, ভালোবাসার আলো জ্বলে চিরন্তনে। বৃষ্টিভেজা প্রেম বৃষ্টি নামে চুপচাপ, শহরের কোণে, তুমি আসো হৃদয়ে, স্বপ্নের টোনে। ভেজা পথের পাশে, দাঁড়িয়ে থাকি, তোমার নাম বলি, মনেতে রাখি। তুমি আছো বৃষ্টির মতো, নরম ছোঁয়ায়, ভালোবাসা ঢেউ তোলে, দুই চোখের কোণায়। শুধু তুমি, আর আমি, আর কিছু চাই না, এই বৃষ্টি, এই প্রেম — ফুরায় না, ফুরায় না। হাত ছুঁয়ে বয়ে যায়, কাঁপা হাওয়া, তোমার চোখে দেখি, নিঃশব্দ ছায়া। কথা ছাড়া বলো সব, দৃষ্টি দিয়ে, আমার মন হারায়, তোমার দিগন্ত পেয়ে। তুমি আছো বৃষ্টির মতো, নরম ছোঁয়ায়, ভালোবাসা ঢেউ তোলে, দুই চোখের কোণায়। শুধু তুমি, আর আমি, আর কিছু চাই না, এই বৃষ্টি, এই প্রেম — ফুরায় না, ফুরায় না। হয়তো একদিন, রোদ উঠবে ঠিক, তবুও মন খুঁজবে, ভেজা সেই আবেগ। তোমার সাথে বৃষ্টি, আমায় ডাক দেয়, ভালোবাসা চুপচাপ, হৃদয়ে বাজে। তুমি আছো বৃষ্টির মতো, নরম ছোঁয়ায়, ভালোবাসা ঢেউ তোলে, দুই চোখের কোণায়। এই জীবন, এই গান, শুধু তোমার ছায়া, এই বৃষ্টি, এই প্রেম — ফুরায় না, ফুরায় না। একদিন আমি ঠিক শেষ হয়ে যাবো একদিন আমি ঠিক শেষ হয়ে যাবো, চাইলেও আর তুমি পাবে না আমায়। ফিরে এলেও আমি ফিরবো না আর, ডাকবে হয়তো তুমি — "ইমন, অ্যাই ইমন!" পারলে কবরেতে লোবান দিও, সঙ্গে একটু বেলি, বকুলের গন্ধ। তোমার প্রিয় সেদিন হাসনাহেনাও রেখো যেন পাশে— আমি শুঁকবো দূর। ভোরের ধুলো-ধুলো রাস্তায় যখন হাঁটবে একা একা, দেখবে আমি সেই বাতাসে এক চন্দন গন্ধে ভেসে জড়িয়ে আছি তোমার সাদা শাড়ির ভাঁজে। চাঁদ যখন জানালায় তাকাবে তুমি, ভাববে আমি ঠিকই আছি পাশে খুব। নরম আলোর মতো ছুঁয়ে দেবো কাঁধ, ধীরে বলবো — "আজকে কী খেয়েছো?" একদিন আমি ঠিক শেষ হবো সত্যি, হয়তো তোমার মনে থাকবো না আর। তবু আমি বেঁচে থাকবো দীর্ঘশ্বাস, ঘুমহীন কবিতায়, তোমার রাতজুড়ে।