
ব্যাংকে চাকরির প্রস্তুতি ও পরামর্শ
দেশে চাকরির বাজারে বিসিএসের পরেই ব্যাংকের অবস্থান। বিভিন্ন কারণেই ব্যাংকের চাকরি তরুণদের কাছে জনপ্রিয়। এরমধ্যে ভালো সুযোগ সুবিধা, দ্রুত পদোন্নতি, সুগঠিত বেতন কাঠামো ও সামাজিক পরিমণ্ডলের ইতিবাচক গ্রহণযোগ্যতা অন্যতম। যেকোনো বিষয়ে পড়াশোনা করে ব্যাংকে চাকরির সুযোগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার হাতছানিসহ ব্যাংকারদের সুশৃঙ্খল পরিপাটি জীবন তরুণদের প্রবলভাবে আকৃষ্ট করছে। ব্যাংকে চাকরির ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা- এই তিনটি ধাপ পার করতে হয়। ব্যাংকে চাকরির প্রস্ততি ও পরামর্শ নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাকের অফিসার (জেনারেল) আব্দুল্লাহ আল মামুন। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অধ্যয়নই ব্যাংক পরীক্ষায় ভালো করার মূল চাবিকাঠি। নিচে বিষয়ের ভিত্তিতে প্রস্তাবিত বইয়ের তালিকা দেওয়া হলো— বাংলা জর্জ এমপি-৩ অথবা অগ্রদূত বাংলা ব্যাকরণ। কেবল ব্যাংকের জন্য পড়লে সাহিত্য অংশ বাদ দেওয়া যেতে পারে। ইংরেজি Master’s by Jahangir Alam (ব্যাংকের জন্য সাহিত্য অংশ বাদ দিয়ে পড়া যাবে)। ভোকাবুলারি অংশের জন্যে Arifur Rahman's Bank Vocabulary এবং বাজারের প্রচলিত যেকোন একটা ভোকাবুলারি বই পড়তে পারেন। গণিত খাইরুলের ব্যাংক ম্যাথ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর গণিত বই। এ ছাড়া অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিতে চাইলে Agarwal’s Quantitative Aptitude থেকে বেছে বেছে ৮-১০টি চ্যাপ্টার শেষ করতে পারেন। সাধারণ জ্ঞান বিসিএস ও ব্যাংকের বিগত সালের প্রশ্নব্যাংক, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এ ছাড়া নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করা (বিশেষ করে অর্থনীতি ও সমসাময়িক বিষয়) থাকতে হবে। তথ্য ও প্রযুক্তি (আইসিটি) এ অংশের জন্য ইজি কম্পিউটার বইটা শেষ করতে পারলেই হবে। পাশাপাশি বিগত বছরের ব্যাংক পরীক্ষার আইসিটি অংশের প্রশ্ন সমাধান করতে হবে। প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি IBA ও BIBM-এর প্রশ্নব্যাংক সংগ্রহ করে পড়ে শেষ করতে পারলে প্রাইভেট ব্যাংকের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। লিখিত পরীক্ষার প্রস্তুতি লিখিত পরীক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন— বাংলা ও ইংরেজি রচনা অনুশীলন: প্রতিদিন বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করা। পত্রিকা থেকে সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী লেখা পড়তে হবে। যেমন- অর্থনীতি, সামাজিক সমস্যা, বিশ্ব রাজনীতি। পত্রিকা পড়তে অভ্যাস না থাকলে কারেন্ট অ্যাফেয়ার্স ও মহিদস মাসিক সম্পাদকীয় থেকেও উক্ত বিষয়ে পড়া যেতে পারে। ব্যাংকিং ও অর্থনীতির প্রাথমিক ধারণা: ব্যাংকিং টার্ম ও নীতি সম্পর্কে জানা, বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংক সংক্রান্ত সাম্প্রতিক তথ্য সংগ্রহ করা। সৃজনশীল ও বিশ্লেষণধর্মী লেখার অনুশীলন: নিয়মিত ভাবে যেকোনো একটা বিষয় সিলেক্ট করে সেটার উপর ২/৩ পেজ লিখে তারপর নিজের লেখা নিজেই মূল্যায়ন করা ও সংশোধন করা, ব্যাংক ও বিসিএস পরীক্ষার বিগত বছরের লিখিত প্রশ্ন দেখে চর্চা করা। সাফল্যের মূলমন্ত্র নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন: প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা।সঠিক পরিকল্পনা: বিষয়ের গুরুত্ব অনুযায়ী স্টাডি প্ল্যান তৈরি করা।আত্মবিশ্বাস ও ধৈর্য: লিখিত পরীক্ষায় সাফল্য পেতে ধৈর্য ও নিয়মিত চর্চার বিকল্প নেই।আধ্যাত্মিক প্রশান্তি: মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস ধরে রাখতে ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা ব্যাংক পরীক্ষায় উত্তীর্ণ হতে কঠোর পরিশ্রম, ধৈর্য ও নিরবচ্ছিন্ন অনুশীলনের কোনো বিকল্প নেই। নিয়মিত পড়াশোনা এবং বিগত সালের প্রশ্ন অনুশীলন করলে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়া সম্ভব। নিজের উপর বিশ্বাস রাখুন, বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকুন।নিশ্চিত তিনি আপনাকে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

ডাক বিভাগে বড় নিয়োগ, এসএসসি পাসেও করা যাবে আবেদন
পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরে একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ । এই বিজ্ঞপ্তিতে মোট ৫০৪টি শূন্য পদে লোকবল নিয়োগের কথা বলা হয়েছে। ডাক বিভাগে ২৫টি ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে এবং এই পদগুলো ১৪তম থেকে ২০তম গ্রেডের মধ্যে।এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট) পদসংখ্যা: ৩ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।Advertisement বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) পদের নাম: টেকনিশিয়ান পদসংখ্যা: ১ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) পদের নাম: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট পদসংখ্যা: ১ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) পদের নাম: ড্রাফটসম্যান পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) আরও পড়ুন: বিআইডব্লিউটিএতে বড় নিয়োগ, অনলাইনে আবেদন পদের নাম: পোস্টাল অপারেটর পদসংখ্যা: ১০৪ যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) পদের নাম: মেইল অপারেটর পদসংখ্যা: ৫৩ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) পদের নাম: ড্রাইভার (হালকা) পদসংখ্যা: ৪ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট) পদসংখ্যা: ৩ যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৩ যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম: কার্পেন্টার পদসংখ্যা: ১ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম: মিডওয়াইফ পদসংখ্যা: ১ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারিতে এক বছরের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) পদের নাম: পোস্টম্যান পদসংখ্যা: ১২ যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস।বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭) পদের নাম: মেইল গার্ড পদসংখ্যা: ৫ যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭) পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার পদসংখ্যা: ২ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮) পদের নাম: আর্মড গার্ড পদসংখ্যা: ১ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্রচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) পদের নাম: প্যাকার পদসংখ্যা: ২৬ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) পদের নাম: মেইল ক্যারিয়ার পদসংখ্যা: ১২৬ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদসংখ্যা: ৩০ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) আরও পড়ুন: ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) পদসংখ্যা: ১৬ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) পদের নাম: বাবুর্চি/অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ১ যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) পদের নাম: গার্ডেনার পদসংখ্যা: ১ যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) পদসংখ্যা: ১০ যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) পদের নাম: রানার পদসংখ্যা: ৮৬ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) পদের নাম: নিরাপত্তাপ্রহরী পদসংখ্যা: ৭ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) বয়স: আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের alljobs.teletalk.com.bd এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১৩ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা: ২৫ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

ডাক বিভাগে বড় নিয়োগ, পদ ২৫৫
ডাক অধিদপ্তরের অধীন ঢাকার পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে ২৫৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম: পোস্টাল অপারেটর। পদসংখ্যা: ১৩৮টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। পদের নাম: ড্রাইভার (ভারী)। পদসংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) পদের নাম: ড্রাইভার (হালকা)। পদসংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬)। পদের নাম: পোস্টম্যান। পদসংখ্যা: ৪৪টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭)। পদের নাম: মেইল ক্যারিয়ার। পদসংখ্যা: ৩৫টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)। পদসংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ১৭টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)। বয়সসীমা: ১৮-৩২ বছর। আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: আগামী ৯ মার্চ ২০২৫। সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নেবে প্রাণ গ্রুপ, চলছে আবেদন
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নেট ডেভেলপার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপপদের নাম: নেট ডেভেলপারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিঅন্যান্য যোগ্যতা: লেনদেন ব্যবস্থাপনা, বিক্রয় লেনদেন প্রক্রিয়াকরণ ও পরিচালনা। বিক্রয়, আর্থিক ও অপারেশনাল রিপোর্ট তৈরিতে দক্ষতা।অভিজ্ঞতা: কমপক্ষে ১-৫ বছরচাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বয়সসীমা: উল্লেখ নেইকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিডিজবস.কমের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের সময়সীমা: ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত।
 25/bd army.jpg)
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ সেনাবাহিনীতে ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ সহ স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রী এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী। শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ) বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তজাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ীপ্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগচিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ আবেদনের নিয়ম: বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক পদে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৫২ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)পদসংখ্যা: ৮১যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে। যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বেতন স্কেল: উল্লেখ নেই পদের নাম: জুনিয়র মেকানিক জিএসইপদসংখ্যা: ৪১যোগ্যতা: মেকানিক্যাল/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৩ (৫-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসইপদসংখ্যা: ৩০যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/মেকাট্রনিকসে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৩.০ (৫-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ এবং ডিপ্লোমাতে সিজিপিএ-২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে। জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা বয়সসীমা: সব পদে বয়সসীমা ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা: ৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

ইস্টার্ন ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক। প্রতিষ্ঠানটি রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজার পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদের নাম ও সংখ্যা : রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজার, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা : প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা : ২-৬ বছর। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা : বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল : দেশের যে কোনো স্থানে। বেতন : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনে https://ebl.bdjobs.com/। এ ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা : ১০ ফেব্রুয়ারি।

হাইকোর্টের আদেশ স্থগিত, কারিগরির সাড়ে ৩ হাজার জনের নিয়োগে বাধা নেই
কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে তাদের নিয়োগে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল ৬ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ নিয়ে সিআইডিকে ৩ সপ্তাহের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গত ২৭ জানুয়ারি সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত করে আদেশ দিয়েছিলেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাদের নিয়োগ প্রশ্নে রুলও জারি করেন আদালত। গত ২৬ নভেম্বর দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে সাড়ে ৩ হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে তাদের নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। নিয়োগ বঞ্চিত ১৮ জন পরীক্ষার্থী এ রিট দায়ের করেন। রিটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আবেদ আলী চক্রের প্রশ্ন বিক্রির অভিযোগ আনা হয়। ওই সাড়ে ৩ হাজার জনের আজ বুধবার যোগদানের কথা ছিল।

অভিজ্ঞতা ছাড়া আশা এনজিওতে চাকরি, ৫৭ হাজার ৯০০ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও আশা। সংস্থাটি প্রোগ্রাম বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম : আশাপদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনিবিভাগ : প্রোগ্রামপদসংখ্যা : পাঁচটিশিক্ষাগত যোগ্যতা : এমবিএ অথবা স্নাতকোত্তর (অর্থনীতি/ডেভেলপমেন্ট স্ট্যাডিজ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন)অন্যান্য যোগ্যতা : মোটরসাইকেল চালানোর দক্ষতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।অভিজ্ঞতা : প্রয়োজন নেইচাকরির ধরন : ফুলটাইমকর্মক্ষেত্র : অফিসেপ্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)বয়সসীমা : ৩৪ বছরকর্মস্থল : দেশের যে কোন স্থানেবেতন : ৫৭ হাজার ৯০০ টাকা (মাসিক)অন্যান্য সুবিধা : অন্যান্য সব গ্রহণযোগ্য সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) ও কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড। আবেদন যেভাবে : বিডিজবস.কমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় : ৩১ জানুয়ারি ২০২৫।

৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ল ২৮ দিন
৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় ২৮ দিন বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, `৪৭তম বিসিএসের আবেদনের সময় ৩০ জানুয়ারির পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা এই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র নেয়া হবে না।’ অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা : যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন
৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। সিনিয়র সচিব বলেন, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ। দ্রুত সময়ে এটা করা হবে।’ বলে রাখা ভাল, ৪৩তম বিসিএসে উত্তীর্ণ এক হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে ৪৩তম বিসিএসের গেজেটভুক্তদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় দফার যাচাই-বাচাইয়ে ১৬৭ জন প্রার্থী বাদ পড়েন। গেল ২ জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা তাদের নাম অন্তর্ভুক্তি ও ৫ জানুয়ারির মধ্যে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে এবং আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৪৩তম বিসিএস: নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, বাদ পড়লেন ১৬৮ জন
৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮৯৬ জন নিয়োগ পেয়েছেন। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর গত ১৫ অক্টোবর এ বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারে ২৬৭ (আগে নিয়োগ পেয়েছিলেন ২৯৩ জন) জন, পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিলেন ৯৬ জন), পররাষ্ট্র ক্যাডারে ২২ (আগে নিয়োগ পেয়েছিলেন ২৫ জন) জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন। নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোন নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। আদেশে বলা হয়েছে, ‘নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।’ নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, ‘এ সময়ে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোন কারণ দর্শানো এবং পিএসসির সঙ্গে পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।’ গত বছরের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। তাদের মধ্যে ক্যাডার দুই হাজার ১৬৩ জন ও নন-ক্যাডার ৬৪২ জন। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত বছরের ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন নয় হাজার ৮৪১ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর আগে ২০২২ সালের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ নিতে চার লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী আবেদন করেন, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। বিভিন্ন ক্যাডারের দুই হাজার ২১৮টি শূন্য পদ পূরণে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম ধাপে এ পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে এক হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য সর্বমোট পাঁচ হাজার ৮৬২ জন প্রার্থীর মধ্যে এক হাজার ৮৯০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।’ ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা হবে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এর আগে ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ে সেই পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। সেসময় তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের সেই পরীক্ষা বাতিল করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। গেল ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে, নতুন সময়সূচিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত পাঁচ হাজার ৮৬২ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করল পিএসসি।

সচিবালয়ের দুই পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দুইটি পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। দুইটি পদ হল প্রোগ্রামার (ষষ্ঠ গ্রেড) ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ষষ্ঠ গ্রেড)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে। কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তী কোন যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য দিলে বা কোন উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।’ এতে আরো বলা হয়, ‘এ ছাড়া, ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।’

সরকারি চাকরিতে চার লাখ ৭৩ হাজার পদ শূন্য
বর্তমানে সরকারি চাকরিতে চার লাখ ৭৩ হাজার ১টি পদ শূন্য রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরির এই শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্য পদের সংখ্যা চার লাখ ৭৩ হাজার একটি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’ বিপিএসসি শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার ও সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার থেকে অনুমোদিত অন্যান্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা/করপোরেশন/ কোম্পানি থেকে পূরণ করা হয়। চিঠিতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বীর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।’ চিঠিতে মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। এছাড়াও, শূন্যপদ পূরণে কি কি কার্যক্রম নেয়া হয়েছে, সে সব তথ্য ওয়ার্ড ফাইলসহ পত্র প্রাপ্তির ১৫ কার্য দিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

প্রশ্নফাঁস: রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তুমুল সমালোচনার মুখে পড়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও পিএসসি বলছে, ‘অধিকতর স্বচ্ছতা’ নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাসে সুবিধাজনক সময়ে পুনরায় এ পরীক্ষা নেওয়া হবে। সোমবার (২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গেল ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হল। এ পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।’ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ও গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গেল ৫ জুলাই পিএসসির অধীনে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর ৫১৬টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে ৭ জুলাই রাতে বেসরকারি একটি টেলিভশন চ্যানেলে প্রতিবেদন প্রচার করা হয়। পর দিন প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। এরপর পিএসসিতে সংবাদ সম্মেলন করে তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোন ব্যক্তির নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। কিন্তু, পরীক্ষা অনুষ্ঠানের দুই দিন পরে চ্যানেল কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কি না, তা নিশ্চিত হওয়ার কোন সুযোগ নেই।’

ঢাকা ওয়াসায় নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৭০ জন
ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩টি পদে ৭০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ঢাকা ওয়াসাপদসংখ্যা: ১৩টিলোকবল নিয়োগ: ৭০ জন পদের নাম: সহকারী প্রকৌশলীপদসংখ্যা: ১৬টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা এবিএসসি/এএমআইই (পার্ট এ অ্যান্ড বি) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার)পদসংখ্যা: ১টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)পদসংখ্যা: ১টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা:কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। পদের নাম: স্বাস্থ্য কর্মকর্তাপদসংখ্যা: ১টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। দুই বছরের প্র্যাকটিস অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: সহকারী সচিবপদসংখ্যা: ১টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পদের নাম: গবেষণা কর্মকর্তাপদসংখ্যা: ৩টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। পদের নাম: রাজস্ব কর্মকর্তাপদসংখ্যা: ৫টিবেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। পদের নাম: গবেষণা সহকারীপদসংখ্যা: ৪টিবেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: ৩টিবেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম: অডিটরপদসংখ্যা: ১টিবেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম: সহকারী রাজস্ব কর্মকর্তাপদসংখ্যা: ৪টিবেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অন্যূন দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম: নার্স/মেডিকেল অ্যাটেনডেন্টপদসংখ্যা: ২টিবেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেলে ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। পদের নাম: উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ২৮টিবেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)শিক্ষাগত যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে অন্যূন দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৪

জেলা প্রতিনিধি নিয়োগ দেবে বিটিভি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সরকারি এ প্রতিষ্ঠানটি ‘জেলা প্রতিনিধি’ নিয়োগে রবিবার (৩ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে পারবেন ৩০ বছর বা তদোর্ধ্ব বয়সীরা। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি);পদের নাম: জেলা প্রতিনিধি;পদসংখ্যা: ১টি;বেতন: সরকারি বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন;আরও পড়ুন:বিইউপিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগে বড় বিজ্ঞপ্তি, আবেদন নির্দিষ্ট ফরমেআবেদনের যোগ্যতা—*প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে;*সর্বনিম্ন বয়স ৩০ বছর হতে হবে;আবেদন যেভাবে—আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র উপমহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা বরাবর পাঠাতে হবে;আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৪।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিপদের নাম: হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনপদসংখ্যা: একজনশিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএ/বিবিএঅভিজ্ঞতা: ১২ বছরবেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাআবেদনের নিয়ম: আগ্রহীরা Al-Arafah Islami Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারিভাবে প্রশিক্ষণ, দৈনিক ২০০ টাকা ভাতা
যুব উন্নয়ন অধিদফতর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে ২০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদফতরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’-এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন।আবেদন করা যাবে এইলিংকেরমাধ্যমে। https://e-laeltd.com/student-reg-jubo?fbclid=IwAR2HhEYYBPqDUWuqyXKW-3vxOAw54Q8ef63GLPZ0HovgfjOqJXVwg8dgMTQ
.jpeg)
জর্ডানে গার্মেন্টসে চাকরি, নেবে ৩০০ জন
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেশিন অপারেটর পদে ৩০০ জন নারী কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। সেই সঙ্গে কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।প্রতিষ্ঠানের নাম:জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডপদের নাম: মেশিন অপারেটরপদসংখ্যা: ৩০০ টিশিক্ষাগত যোগ্যতা:বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা: প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে।অভিজ্ঞতা: জর্ডানসহ বিদেশফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর ধরন: শুধু নারীবয়সসীমা: ২০ থেকে ৩৫ বছরকর্মস্থল: জর্ডানেবেতন: ১২৫ জর্ডানি দিনারচাকরির শর্ত১. দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন।২. ওভারটাইম রয়েছে।৩. চাকরির চুক্তি তিন বছর, তবে নবায়নযোগ্য।৪. নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন।৫. চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন।৬. অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচনির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।সাক্ষাৎকারের সময় যা আনতে হবেজীবনবৃত্তান্ত, চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।সাক্ষাৎকারআগ্রহী প্রার্থীদের ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার দিতে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে হবে।

সেনাবাহিনীতে চাকরি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৮৪তম এএমসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নামঃ ৮৪তম এএমসি কোর্স – পুরুষ/মহিলা পদ সংখ্যাঃ অসংখ্য। শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) – (পুরুষ/মহিলা):১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী।৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০।খ) ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৩টি তে ‘এ’ গ্রেড, ৩টি তে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে ‘এ’ গ্রেড, ১টি তে ‘বি’ গ্রেড। উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ১ ইঞ্চিওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজিবুক: পুরুষ স্বাভাবিক ৩০ প্রসারণ ৩২, নারী স্বাভাবিক ২৮ প্রসারণ ৩০ নাগরিকত্ব: জন্মসূত্রে বাংলাদেশি বৈবাহিক অবস্থা:ক। পুরুষ: অবিবাহিত। তবে,০১ জানুয়ারি ২০২৫ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)। খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি: আবেদনকারীকে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে। ৮৪তম এএমসি কোর্স নির্বাচন পদ্ধতি: ১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ২৩ আগস্ট ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৪ মাসের ৩য় সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/ টেলিফোনের মাধ্যমে জানানো হবে। ২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২০ অক্টোবর ২০২৪ হতে ২৪ অক্টোবর ২০২৪ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। ৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। ৪। চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। ৫। আইএসএসবি গ্রীণ কার্ডের মেয়াদ ০১ বছর (৩৬৫ দিন) বলবৎ থাকবে।
.jpg)
সমাজসেবা অধিদপ্তরে ২০৯ জনের চাকরি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে সমাজকর্মী (ইউনিয়ন)পদে ২০৯ জনেকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ জুন থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তরপদের সংখ্যা: ০১টিলোকবল নিয়োগ: ২০৯ জন পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)পদসংখ্যা: ২০৯টিবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকাগ্রেড: ১৬ তমশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: সরকারীপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)কর্মস্থল: ইউনিয় পর্যায়ে আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৪

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ছয় পদে ১০৩ জনের চাকরি
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল-২২, ঢাকা এর অধীনে গ্রেড- ১৩ হতে গ্রেড ২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ১০৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৯ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-২২ ঢাকা) পদের সংখ্যা: ০৬টি লোকবল নিয়োগ: ১০৩ জন ১। পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ০১টি বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ২। পদের নাম: প্রধান সহকারী পদসংখ্যা: ১৮ টি বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ৩। পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ২০টি বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ৪। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ২০টি বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ৫। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৩টি বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৬। পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ২১টি বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি: ১,২,৩,৪ ও ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ২৩ মে ২০২৪। ঢাকাওয়াচ/টিআর