ঢাকা, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

দীর্ঘ ১৯ বছর পর প্রথম সন্তানের বাবা হলেন ইতালিতে সফল বাংলাদেশি ব্যবসায়ী হালিম

ইতালি: ইতালিতে সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাজী আব্দুল হালিম ও মাকসুদা আক্তার শাহিনা দম্পতির প্রথম পুত্র সন্তান ভূমিষ্ট হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর২০২৩) ভিচেন্সার একটি হসপিটালে শিশুপুত্রের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

সদ্যজাত শিশু পুত্র ও তার মায়ের সুস্থ্যতা কামনা করে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আব্দুল হালিম ভিচেন্সার একটি স্থানীয় মসজিদে দোয়া মাহফিল ও আগত মেহমানদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এই দোয়া আয়োজনে প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বিয়ের পর ১৯ বছর এই দম্পতির কোনো সন্তান হয়নি। দীর্ঘদিন পর আব্দুল হালিমের প্রথম সন্তানের জন্মের খবরে দেশে ও বিদেশে তাঁর আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা নবজাতক শিশুর জন্য দোয়া ও এই দম্পত্তিকে শুভকামনা জানিয়েছেন।

হাজি আব্দুল হালিমের দেশের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কলাবাড়ি গ্রামে। তিনি ২০১০ সালে ইউরোপের দেশ ইতালিতে পারি জমান।

ইতালির ভিচেন্সায় একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী তিনি। বর্তমানে ইতালিতে তার তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিদেরও।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ সাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬