ঢাকা, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
মেনু |||

পাটের তৈরি শাড়ি পরেই জাতীয় পাট দিবস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

পাটের তৈরি শাড়ি পরেই জাতীয় পাট দিবস ২০২৪’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে সরকারপ্রধান নিজেই বিষয়টি জানিয়ে বলেন, অনুষ্ঠানে পাট দিয়ে তৈরি জ্যাকেট পরেও একজন এসেছেন, যেটা চমৎকার। এ সময় পাট ব্যবহার করে নতুন নতুন পণ্য উৎপাদনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ৬টি পাটকলের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এছাড়া, পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে, এ বছর ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রধান করেন তিনি। পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬