ঢাকা, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

পোল্যান্ডে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

পোল্যান্ডে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন নামে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরশাদুর রহমানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান তুহিন ও মো. দেলোয়ার হোসেন অপুর পরিচালনায় বক্তারা ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনার কথা তুলে ধরেন।

ওই সভা থেকে সবার সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ব্যবসায়ী ও কর্মচারীদের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি কমিউনিটি বিনির্মাণে ভূমিকা রাখবে এই সংগঠন।

১১ জনের প্রস্তাবিত বাস্তবায়ন কমিটির সদস্যরা হচ্ছেন— আফজাল হোসেন, মো. মিলন, মো. মাসুদুর রহমান তুহিন, মো. মমিনুল হক, হাসান আব্দুল কাইয়ুম (বিপ্লব ), সাইফুল ইসলাম মিনাল, ইকবাল হোসেন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, কাওসার আহমেদ, নাজমুল হাসান, শাজাহান সরকার।

শিগগিরই সকল ব্যবসায়ীকের নিয়ে এই কমিটি ফেডারেশন অব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ডের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত রয়েছে।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ সাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬