ঢাকা, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

বরিশালে নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ

বরিশালে জোহরের নামাজ চলাকালীন সময় একটি মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর চকবাজারের ‘জামে এবাদুল্লাহ’ মসজিদের দ্বিতীয় তলার ইমামের কক্ষে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুসল্লিরা জানান, দুপুরে জোহরের নামাজের সময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলায় ইমামের কক্ষে থাকা এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মসজিদটি কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে মুসল্লিরা নামাজ ছেড়ে নিচে নেমে আসে। এতে কোনো মুসল্লি হতাহত না হলেও সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জানান, বিস্ফোরণের সাথে সাথে মসজিদের বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়া হয়। এতে মসজিদের আর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, পরবর্তীতে বিষয়টি তদন্ত করে মূল কারণ উদঘাটন করা হবে।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬