ঢাকা, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার
মেনু |||

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের জামিন

 

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. ইউনূসসহ ৪ আসামিকে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল ধার্য করা হয়েছে।

রোববার (৩ মার্চ) সকাল ১০টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে যান ড. ইউনূস। সেখানে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুননির জন্য গ্রহণ করেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। একই সাথে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আপিল ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে হাইকোর্টে যায় কলকারখানা ও পরিদর্শন অধিদফতর। যার রুল শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬