ঢাকা, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
মেনু |||

রোমো রোমিওর গিটারিস্ট একাডেমি

বিনোদন প্রতিবেদক: গিটারিস্ট হিসেবেই পরিচিত রোমিও। গিটার বিষয়ক চারটি বই প্রকাশ করেছেন এ যাবৎ। এ বছর চালু করেছেন গিটার অ্যাকাডেমিও।

 

গত মার্চে প্রকাশিত হয় রোমিওর গিটার বিষয়ক চতুর্থ বই ‘গিটার বুক’। এটি মায়া প্রকাশনী থেকে বের হয়েছে। রোমিও জানালেন, বাংলা ভাষায় রচিত বইটিতে অসংখ্য গিটার থিওরি রয়েছে। বইটি মূলত লিড শেখার জন্য। প্রয়োজনীয় সব স্কেল, আরপিজিও, কর্ড, কর্ড রিলেশন, মুড ইত্যাদি রয়েছে। দ্রুত গিটার শেখার জন্য সহজভাবে লেখা বইটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।\

 

রোমিওর জন্ম রংপুর শহরে। থাকেন ঢাকায়। স্কুল, কলেজ ও ভার্সিটির পাঠ রংপুরেই । গিটারের বই বের করার পেছনের গল্প জানতে চাইলে রোমিও বলে, ‘গিটার বাজাবো কখনো ভাবিনি । ছোটবেলায় ভেবেছিলাম ক্রিকেটার হবো। বাঁহাতি অলরাউন্ডার ছিলাম। আমার মনে হয় সাকিব আল হাসান না থাকলে ওই জায়গাটা আমার থাকত। শৈশবে ছড়া,কবিতা, গল্প লিখতাম। তখন লেখালেখির অভ্যাস ছিল এখন গান লিখতে পারি সুর করতে পারি। গিটার ধরি প্রথম ২০০৩ সালে এ্যাকুষ্টিক গিবসন। বন্ধুদের সাথে কনসার্ট দেখতে গিয়ে ব্যান্ড করার ইচ্ছা জাগে। এক সপ্তাহের মধ্যে নিজেরা কনসার্টের আয়োজন করেছিলাম। সেই কনসার্টে ৬ ও ৫ নাম্বার স্ট্রিং মুখস্থ করে বেজ গিটার বাজিয়েছিলাম । ব্যান্ডের নাম ছিল ড্রিমস ফেইলার। সেই স্টেজ এর পরেই গিটার বাজানো নেশা হলো। পড়াশোনায় মন বসেনা সারা দিন গিটার আর গিটার। পরীক্ষার আগের দিন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতাম। গিটার নিয়ে দারুণ স্টাডি করতে লাগলাম। কোন টিচার ছিল না আমার সেই সময় মোবাইল নেই, ইন্টারনেট বুঝি না । সম্পূর্ণ ব্রেইন ফোকাস করলাম গিটারের ওপর। একসময় শত শত কনসার্ট করলাম পুরো উত্তরবঙ্গে।’

 

তিনি আরও বলেন, ‘২০০৭ সালে প্রথম রকষ্টারে গিটার বাজিয়েছিলাম। এটা আমার প্রথম টিভি শো । এরপর থেকে পরিচিত হয়ে উঠলাম। গিটারের স্কুল উদ্বোধন হলো রংপুরে । বই লেখা শুরু করলাম । ২০১২ সালে চ্যানেল আই গেট সেট রক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করলাম । আইয়ুব বাচ্চু স্যার আমাকে ‘গিটার ক্রাইয়ার’ উপাধি দিলেন । সারা বাংলাদেশ থেকে এসএমএস এর মাধ্যমে টপ সিক্স হয়েছিলাম । এরপর থেকে বিভিন্ন ব্যান্ডে লিড গিটার প্লে করি। বেশ কিছু অ্যালবাম রিলিজ হয় দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যানার থেকে। আমার প্রথম গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবামের নাম হলো ‘প্যালেস্টাইন’ । এছাড়াও কিছু সিঙ্গেল ট্রাক শ্রোতাদের কাছে সাড়া পায় যেমন আঘাত, আত্মকথন, অপ্সরা, অমাবস্যা।’

 

এ যাবৎ রোমিওর প্রকাশিত চারটি গিটারের বইগুলো হলো- ২০১৮ সালে ‘বেসিক গিটার’, ২০১৯ সালে ‘মিউজিক এন্ড গিটার’, ২০২০ সালে ‘গিটার গাইড’ ও ২০২১ সালে ‘গিটার বুক’। চট্টগ্রামের ‘ইনস্টিটিউট অফ মিউজিক’থেকে সেরা গিটার শিক্ষক ও বই লেখক থেকে দুইবার সম্মাননা স্মারক অর্জন করেন রোমিও।

 

এদিকে এ বছর গিটার অ্যাকাডেমিও খুলেছেন রোমিও। এ বছরেই মোহাম্মদপুরে চালু করেন গিটার অ্যাকাডেমি। এখানে অনলাইন ও অফলাইনে গিটার শেখানো হয়। রোমিওর গিটার শেখার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যার নাম হলো Romo Romio Guitar।


ঢাকাওয়াচ/স

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬