ঢাকা, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার
মেনু |||

কুমিল্লা হয়তো এবার হারবে: মুশফিক

মুশফিকুর রহিমের জন্য প্রশ্নটা ছিল অবধারিতই। বিপিএলের শুরু থেকেই খেলছেন তিনি।

কিন্তু কখনও ছুয়ে দেখা হয়নি শিরোপা। গত আসরেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফাইনালে খেলেছিলেন মুশফিক, শিরোপা লড়াইয়ের ম্যাচে নেমেছেন এর আগেও।

আরও একবার বিপিএলের ফাইনালে উঠেছেন মুশফিক। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে তার দল ফরচুন বরিশাল নিশ্চিত করেছে ফাইনাল; যেখানে তাদের প্রতিপক্ষ কখনো ফাইনাল না হারা চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এরপর সংবাদ সম্মেলনে আসা মুশফিকের কাছে প্রশ্ন, শিরোপা কী জেতা যাবে এবার? উত্তরে তিনি বলেন, ‘দেখা যাক আমার তো ইচ্ছা আছে। সবারই তো ইচ্ছা থাকে। কুমিল্লা কখনও হারে নাই ফাইনালে। হয়ত এবারই প্রথম হারবে ইন শা আল্লাহ। ’

লিগ পর্বের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি ফরচুন বরিশাল। প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা। পরে ১২ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে থেকে লিগ পর্বশেষ করে বরিশাল। এলিমেনেটর ও কোয়ালিফায়ার জিতে এখন তারা ফাইনালে। কীভাবে সম্ভব হলো?

মুশফিক বলেন, ‘আপনারা কতটুকু বিশ্বাস করছেন জানি না আমাদের প্রথম থেকেই বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব বা প্লে-অফ খেলব। আমরা যখন এমন পরিস্থিতি ছিল যে হারলে বাদ। দেয়ালে পিঠ ঠেকলে কিন্তু তখনই বেস্ট সময় পারফর্ম করার তখন হারানোর আর কিছু থাকে না। আমাদের এটা প্লাস পয়েন্ট ছিল। সবাই অনেক ফোকাস ছিল। যে ভালো খেলেছে সে ম্যাচ বের করে নিয়েছে। দলের জন্য ভালো দিক এটা। ’

এবারের বিপিএলে দেশিদের জয়জয়কার। ১৪ ম্যাচে ৪৫৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল, সেরা পাঁচের বাকিরাও বাংলাদেশি। ১২ ম্যাচে ২২ উইকেট নেওয়া শরিফুল ইসলাম সর্বোচ্চ উইকেট শিকারী বোলার, সেরা পাঁচের চারজন বাংলাদেশি। এ নিয়ে জানতে চাওয়া হয় মুশফিকের কাছে।

তিনি বলেন, ‘অবশ্যই ইতিবাচক দিক। যদি এবারের বিপিএলে দেখেন সর্বোচ্চ ৫ রানসংগ্রাহক, সর্বোচ্চ ৫ উইকেটশিকারী সব বাংলাদেশি। এমনি এমনি তো কেউ এত রান করে না উইকেট পায় না। পাওয়ারপ্লে বা ডেথে বোলিং করে তাদের উইকেট পাওয়ার চান্স থাকে বেশি। এই দুইটা সময় সবচেয়ে কঠিন টি-টোয়েন্টিতে। ’

‘সবচেয়ে ভালো ব্যাপার যারা ধারবাহিকভাবে ভালো করছে তারাই অনেক রান করছে বা উইকেট পাচ্ছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা ইতিবাচক দিক। যদি কঠিন সময়ে আমাদের নার্ভটা ঠাণ্ডা থাকে আমরা যদি ডেলিভার করতে পারি প্লেয়ারের জন্যও ভালো দলের জন্যও ভালো। ’


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬