ঢাকা, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

কবি তুহিন মাহামুদের কবিতা ‘মানুষ গুলো’

দ্যাখ! কিভাবে নিভে যায়
সভ্যতার আলো পৃথিবীর বুক থেকে!
মানবতা হামাগুড়ি খায়
ছোট ছোট আঙ্গিনায়।

কাঁন্নার শব্দে জেগে ওঠে
ঘুমন্ত মানুষ গুলো একেক করে!!
দ্যাখ! ঐ মানুষ গুলো
ওদের হাতে রক্ত খেলা করে।

সমাজ কেঁপে ওঠে
বনের পশু গুলো অভয়ারণ্য খুঁজে!
নীরিহ মানুষের চোখে মুখে
আতঙ্কের বিদ্যুৎচমকায় ছলাৎ করে।

দ্যাখ! ওরা নাকি রাজনীতিবিদ
ভীন্ন গ্রহের মত বসবাস!
চোখ গুলো নক্ষত্রর মত জ্বল জ্বল করে।

স্নিগ্ধতা পুঁড়ে পুঁড়ে
শোষনে যন্ত্রণার মত জ্বলে ওঠে
গৃহহারা মানুষের বুকে!!

দ্যাখ! ঐ যে মানুষ গুলো
ওদের কাছে ছুটে যায়
পিঁপিঁলিকার মত দলবেঁধে
অসহায়াত্বের প্রাচীর ভাঙ্গার কামনায়।

আর ওরা চিবুয়ে খায়
আখ মাড়ানোর মত নির্দ্বিধায়।

দ্যাখ! পৃথিবীর রুপ!
রঙ্গিন আলোয় দিন গুলো সাজে
রাতের মত,আর রাত গুলো দিনের মত!
রমনীর দেহের মত আটকে থাকে কস্ট গুলো
তৃপ্তময় ভাঁজে ভাঁজে!!

কাতর সময় গুলো ঠাঁয় দাঁড়িয়ে রয়
ক্লান্ত দুপুরের গায়ে হেলান দিয়ে!!
দ্যাখ! মানুষ গুলো দেখতে —
মানুষের মতই মনে হয়!

কোন এক দ্বৈবত ঘটনায় হয়তো
পাল্টে গেছে স্নায়ুকোষ গুলো!
হৃদ্যতা মনুষ্যত্বহীনতার ছোঁয়ায়
কেমন যেন তামাটে রুপান্তরিত হয়।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬