ঢাকা, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

কাজী জহিরুল ইসলামের কবিতা ‘আমার ইচ্ছেরা’

আমার ইচ্ছেরা

ইচ্ছে আমার রোদ
মেঘের সাথে খুব গোপন এক সন্ধি নির্বিরোধ।

ফুলের ঠোঁটে ঠোঁট
প্রলম্বিত ভোরের চুমু এড়িয়ে ছায়ার চোট।

গালের সবুজ ছুঁই
পত্র মেলে কাল সকালে দাঁড়িয়ে থাকিস তুই।

ইচ্ছে পাখির ডানা
উড়ে উড়ে খুঁজবো আমি দূরের সে-অজানা।

বৃত্তাকারে সভা
অলকানন্দা সন্ধ্যেবেলা যখন স্বর্ণপ্রভা।

আকাশটা ক্যানভাসই
চঞ্চু দিয়ে লিখবো তোকে অনেক ভালোবাসি।

মাঝে-মধ্যে বৃষ্টি
তখন আমার মেঘের নিচে আটকে থাকে দৃষ্টি।

ঝাপসা চোখে খুঁজি
রোদের নিচে দেখবো তোকে আনন্দে চোখ বুঁজি।

চোখের আছে ক্ষয়
আকাশ ভাঙা বর্ষা খোঁজে তোর কোলে আশ্রয়।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬