ঢাকা, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার
মেনু |||

বইমেলায় কাব্য সুমীর ‘হৃদয় এক নির্বাসনের নাম’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে কাব্য সুমী সরকারের বই ‘হৃদয় এক নির্বাসনের নাম’। মেলায় ঐতিহ্য প্রকাশনীর ২৫ নম্বর প্যাভিলিয়ন এবং মাত্রা প্রকাশনীর ৪৬৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সৃজন। প্রচ্ছদ এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। অনলাইন বুকশপ রকমারি থেকেও বইটি বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে।

‘হৃদয় এক নির্বাসনের নাম’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কাব্য সুমী সরকারের দুই কন্যা নুঝহাতুত তাহসিনা চৌধুরী শারা ও নুসরাত রাইহানা চৌধুরী অপ্সরাকে।

এটি তার  চতুর্থ বই ও দ্বিতীয় কাব্য গ্রন্থ। এর আগে ২০২৩ সালের বইমেলায় তার প্রথম উপন্য্যাস ‘সুখ অসুখ ’ প্রকাশ করে শ্রাবণ প্রকাশন।

এছাড়াও কাব্য সুমীর কবিতার বই কষ্ট কাহন ও ছড়ার বই গাতুর ব্যাঙ লম্বা ঠ্যাং পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সাহিত্য সৃজনে ধারাবাহিকতা আছে কাব্য সুমী সরকারের। ছড়া কবিতার পর, গল্প এবং উপন্যাসে নিয়মিত হয়েছেন। সফলতার সূচকতার উর্ধমুখিই বলা চলে। বহু সম্মাননা ও পুরস্কার প্রাপ্তি ঘটেছে স্বল্প সময়ে। সাহিত্যে নিয়মিত থাকবেন, এমনটাই পোষণ করেন এই সংবেদনশীল লেখক।

‘হৃদয় এক নির্বাসনের নাম’ কাব্যগ্রন্থটি পাঠকমহলে ব্যাপক সমাদৃত হবে এমনটাই আশা করছেন কাব্য সুমী সরকার।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ মোঃ শাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬