ঢাকা, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার
মেনু |||

কবি তুহিন মাহামুদের কবিতা ‘তোমার অপেক্ষায়’

একদিন এখানেও শান্তি ছিলো
কষ্ট ছিলো দুঃখ ছিলো একবুক আশাও ছিলো।
ছোট ছোট স্বপ্ন গুলো তুলার মত বাতাসে উড়তো
কিশোর-কিশোরীর মত ছুঁয়ার প্রবল ইচ্ছাও জাগতো
ভালোবাসার অবগাহনে বিমোহিত ছিলো সারাক্ষণ
দিনমান স্বপ্ন নিয়ে ধূলায় গড়াগড়ি খেতো শিশুর মত।
বিবাদ ছিলো মন জয় করার আন্তরিক মন্ত্রও ছিলো
সুপ্তমনে বাসনা জাগতো শিশির স্নাত দূর্বাঘাসের মতই।
ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলো মননের কোষগুলো!

আজ এখানে শান্তি নেই,
অশান্ত সমীরণে স্বপ্ন দোলে
বুকের মাঝে ব্যাথা জমে
কষ্টের হাহাকার জাগে
মানুষ গুলো নির্বাক তাকিয়ে থাকে।
মনে হয় কোন এককালের অভিশাপের যাতনায়
সমাজটা কাতরাতে থাকে প্রচন্ড যন্ত্রণায়।

তবুও স্বপ্ন জাগে…….
ভোরের কুয়াশার মত দেখা মেলে
অস্পষ্ট এক ভালোবাসার মোহনায়।
তুমি আসবে কি এখানে?
একটি গল্প লিখতে
অথবা একটি ছড়া!
কিংবা একটি ছন্দের অনুকাব্য!

মৃত্যু পুরীতে স্বপ্নকণ্যার হাতছানি
রণক্ষেত্রে মৈত্রের আহবান!
দিনশেষে রক্ত গোধূলীর দিকে তাকিয়ে
একটি বিশুদ্ধ সকালের অপেক্ষায়!
তুমি আসবে তো! সভ্যতার চাদর গায়ে জড়ায়ে
অনাগত সুন্দরর এক ভবিষ্যতের দিকে হাটতে।
মৃদু পায়ে দেখবে পৃথিবীও হাটছে তোমা পিছে পিছে।


ঢাকাওয়াচ/টিআর

সম্পাদকঃ সাখাওয়াত হোসেন সজীব
নিবন্ধন নং -১৬৬