জবিতে নতুন ২ সহকারী প্রক্টর


2024/02/1707123499.33.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম সুজাউদ্দীন ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়।

Your Image

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর কে এম সুজাউদ্দীন ও ড. কিশোর রায় এ দায়িত্ব পালন করবেন। আজ থেকে এ আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তারা।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×