জাবিতে শিবির বলে আন্দোলনকারীদের পেটাল ছাত্রলীগ


2019/11/jkhk-kjh-kj.jpg

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবির আখ্যা দিয়ে ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

Your Image

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
এতে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় মারিয়াম রশিদ ছন্দা নামের এক ছাত্রী গুরুতর আহত হন।

 

এদিকে, হামলার পর ছাত্রলীগের পক্ষ নিয়ে ভিসি ফারজানা ইসলাম নিজেও আন্দোলনরতদের ‘জামায়াত শিবির ও বিএনপি’ বলে আখ্যা দিয়েছেন।

 

আন্দোলনকারীরা বলছেন, আন্দোলনকে বন্ধ করতে প্রশাসনের নির্দেশে শিবির পেটানোর নামে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অথচ ক্যাম্পাসে আন্দোলনের মাধ্যমে শিবির নিষিদ্ধ করা হয়েছিল। এখানে কোনও শিবির নেই।


ঢাকাওয়াচ/স ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×