টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে ববি শিক্ষার্থীরা


2024/03/1711553187.barishal_university_deshrup.jpg

বরিশাল: টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতরের এ ছুটি আগামী ৩১ মার্চ শুরু হবে এবং চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

Your Image

১৯ এপ্রিল থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে ৩১ মার্চ ইস্টার সানডের ছুটি থাকলেও ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। পরবর্তীতে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতরের জন্য বন্ধ থাকবে অফিস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও।

বুধবার (২৭ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ববি রেজিস্টার মো. মনিরুল ইসলাম।

ববি বন্ধ থাকাকালীন সময় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে জরুরি সেবা চালু থাকবে বলে জানান তিনি।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×