ঢাবি অধ্যাপক জিয়া রহমান আর নেই


2024/03/1711150465.zia_.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Your Image

শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও তার সহকর্মী অধ্যাপক ড. মো. বিললাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তির বিষয়ে কাজ করার সময় স্যারের অসুস্থতার কথা শুনি। পরে তাকে হাসপাতালে নেওয়ার খবর পাই। সেখানেই তিনি মারা যান। জানাজা কখন হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখানেই আছি।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×