বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল


News Defalt/du.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও ‘সারাদেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা’র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ করেছে। 

Your Image

বৃহস্পতিবার (১ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় শিক্ষকদের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও যোগ দেন। 

এরপর সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছে শিক্ষার্থীরা। 


এর আগে সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা এবং ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষকরা সমাবেশ করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×