মিরপুরে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ মারা গেছেন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:১২ পিএম, ১৪ আগস্ট ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একাউন্টিং ও ইনফরমেশন সাইন্স বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।
বুধবার দুপুর ২টার পর রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।
এর আগে গত ৪ আগস্ট ইকরামুল রাজধানীর মিরপুরে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ইকরামুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজধানীর মিরপুরে বলে জানা গেছে।