পদত্যাগ করলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিলভিয়া আহমেদ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:২০ পিএম, ১৬ আগস্ট ২০২৪
পদত্যাগ করলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিলভিয়া আহমেদ। শুক্রবার (১৬ আগস্ট) শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের মুখে পদত্যাগ করেন তিনি।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ আগামীকাল শনিবার ভিসি- প্রক্টর এর পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলনের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এরই পরিপেক্ষিতে আজ পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিলভিয়া আহমেদ।
ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহন করছেন সিনিয়র লেকচারার সৈয়দ আসিফ হোসেন।