নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রব খান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:১৬ পিএম, ৩১ আগস্ট ২০২৪
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রব খান
ঢাকা: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক আব্দুর রব খান।
তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৮ আগস্ট জরুরি বোর্ড মিটিং সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর আব্দুর রব খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।
সরকারের পট পরিবর্তনের পর থেকে উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম অনুপস্থিত আছেন।
প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার বর্তমান ভূমিকা ছাড়াও উপাচার্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু করতে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুমোদিত হয়।