হামলাকারীদের ভিডিও দেখাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০০ পিএম, ২৯ অক্টোবর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বড় পর্দায় দেখাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন - আপনারা জানেন বিগত ১৫ বছর ধরে সারাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সবশেষ তারা ১৫ জুলাই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। ইতোমধ্যে কিছু মামলা নেওয়া হয়েছে। অনেক জনকে আসামি করা হয়েছে। কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে এখনো অনেকে দম্ভ নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে।
এই সমন্বয়ক আরও বলেন, আবার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাঘববোয়ালদের ছেড়ে ছোট ছোট পদধারীদের ধরা হচ্ছে। শুধুমাত্র পদ থাকলেই তাকে মামলা দেওয়া হচ্ছে। এটি আমরা চাই না। আমরা চাই সুস্পষ্ট আইনের মাধ্যমে এর বিচার হোক। আওয়ামী লীগের সময়ে যে অনাচার হয়েছে মিথ্যা মামলার রাজনীতি হয়েছে সেটি আমরা চাই না।
তিনি আরও বলেন, ছাত্রলীগের ভেতরে এমন অনেকেই ছিল যারা সবার আগে পদ পদবী ছেড়ে সাধারণ ছাত্রদের কাতারে নেমে এসেছিল। সাধারণ ছাত্রদের পক্ষে লড়াই করেছে কিছু ক্ষেত্রে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। সুতরাং যাদের কাছে ছবি ভিডিও তারা নিজেদের মোবাইলে ধারন করেছেন বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন সেসব ছবি ভিডিওগুলো আমরা এখানে প্রদর্শন করতে চাই এতে করে মামলার প্রসিডিউরের প্রয়োজনে যে সাক্ষীর দরকার হয় সেটাও আমরা এখান থেকে পেয়ে যাব। সাক্ষী না থাকলে আসলে আইনী প্রক্রিয়া ব্যাহত হবে।
কতদিন নাগাদ এই কার্যক্রম চলবে এমন প্রশ্নের জবাবে রেজওয়ান আহমেদ বলেন ‘১৫-১৭ জুলাই পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ভিডিও দেখে তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে বড় পর্দায় দেখানোর জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকুই। নির্দিষ্ট সময়সীমা নেই।’