ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে বাতিল হলো টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদল কমিটি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৫৪ পিএম, ০৯ নভেম্বর ২০২৪
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর বাতিল হলো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি। শনিবার (৯ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বিকেলে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের নেতাদের অংশগ্রহণ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে । এতে ছাত্রদলের মিছিলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়।
এ খবরের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বলে জানা গেছে।