ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে বাতিল হলো টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদল কমিটি


October 2/159367_120.jpg
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর বাতিল হলো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি। শনিবার (৯ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকেলে  ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের নেতাদের অংশগ্রহণ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে । এতে ছাত্রদলের মিছিলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়।
 
এ খবরের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বলে জানা গেছে।
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×