জবির নতুন গবেষণা পরিচালক অধ্যাপক ইমরানুল হক


menu/imran-j_20241112_150855578.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন গবেষণা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরামুল হক। মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা অনুযায়ী, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ২ (দুই) বছরের জন্য অধ্যাপক ড. ইমরামুল হক গবেষণা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরামুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে গবেষণা। শুধু বিজ্ঞান বিষয়ক নয়, সকল অনুষদেই গবেষণা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের এবং দেশের সামগ্রিক উন্নয়নে গবেষণার গুরুত্ব অপরিসীম।”

এছাড়া, দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×