রাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, আবেদনের তারিখ ঘোষণা


TRT 03-10-2024/bsst_20241114_140629181.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি, ২০২৪ দুপুর ১২টা থেকে শুরু হবে এবং চলবে ১৬ জানুয়ারি, রাত ১২টা পর্যন্ত। চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ জানুয়ারি, ২০২৪ দুপুর ১২টা থেকে এবং শেষ হবে ২০ ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২টা পর্যন্ত।

Your Image

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। 'বি' ইউনিট (বাণিজ্য) পরীক্ষাটি ১২ এপ্রিল শুরু হবে, 'এ' ইউনিট (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।

সুতরাং, আগ্রহী শিক্ষার্থীরা নির্দিষ্ট তারিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×