জবির অধ্যাপককে অবাঞ্ছিত ঘোষণা


News Defalt/jnu-1733764029.jpg

জুলাই গণহত্যায় সমর্থন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানকে বিভাগে অবাঞ্চিত ঘোষণা করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (০৯ ডিসেম্বর) কয়েকজন শিক্ষার্থী  চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা সংবলিত ব্যানার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে ও বিভাগে লাগিয়ে দেয়।

Your Image

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান জুলাই গণহত্যার অন্যতম সমর্থনকারী। এ ছাড়া তার বিরুদ্ধে অতীতে শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগও রয়েছে। তারা জানান, মুর্শিদা বিনতে রহমান ক্লাসে আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করতো।

শিক্ষার্থীরা ব্যানারে উল্লেখ করেছেন, জুলাই-আগস্টের গণহত্যার সমর্থনকারী ইতিহাস বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মুর্শিদা বিনতে রহমান; যিনি ফ্যাসিস্ট হাসিনার দোসর মুনতাসীর মামুন এবং শাহরিয়ার কবিরের অনুসারী। তিনি জুলাই বিপ্লবের সময় গণহত্যার দায় ছাত্রদের নিতে হবে বলে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার অফিসে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি রেখেছেন এবং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট হাসিনার পক্ষে নিয়মিত কথা বলেন। জুলাই বিপ্লবের সরাসরি বিপক্ষে থাকা স্বৈরাচারী হাসিনার দোসর ড. মুর্শিদা বিনতে রহমানকে ইতিহাস বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

জানা যায়, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থীদের কয়েকজন ইতিহাস বিভাগে ‘বাংলাদেশে গুমের রাজনীতি: ২০১৯-২০২৪, গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক বিষয়ে এমফিল করতে আবেদন করলে সে বিষয়ে কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান এর বিরুদ্ধে।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কথা বলার জন্য এই শিক্ষিকার সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ড.মুর্শিদা ২০২৩ সালের ১১ জুলাই থেকে ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×