চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত


December 2024/Commerce College.jpg

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

Your Image

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজের প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়

কমার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু। 

বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক নূর জাফর নাঈম রাহুল, সদস্য ইমরান হোসেন বাপ্পি, ডিএইচ শিশির।

উপস্থিত ছিলেন কমার্স কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য আরাফাত হোসেন, রবিউল, মারুফ, নাইমুল, জীন্নাহ ওয়াবেদ রাফি, শরিফ, মহিউদ্দিন প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×