জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু


News Defalt/jnu-1734453452.webp

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া।
 
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, ১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন নেয়া শুরু হয়, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান ছিল। প্রাথমিকভাবে ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পাঁচটি ইউনিটে ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন এ বছর।

Your Image

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (চতুর্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর করণীয়: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহুনির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ১৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। JnU Admission ওয়েবসাইটে ‘Applicant Login’ লিংকে ক্লিক করে এইচএসসি ও এসএসসির রোল, মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে/ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ  দিতে হবে। ওয়েব সাইটে প্রদর্শিত তালিকার সব বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভেবেচিন্তে বিষয় পছন্দক্রম সাজাতে হবে।

ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর পূরণ করা ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই  ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগেই নিশ্চিত হতে হবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ হলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

উল্লেখ্য, চার বছর পর গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে। এবার দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না। আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে। ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×