ঢাবির নতুন বর্ষের ক্লাস শুরু ১ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য ফল প্রকাশিত ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের পাঠদান পহেলা জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটায় ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল এই তথ্য জানান। সম্মেলনে উপাচার্য এই শিক্ষাবর্ষের চারটি ইউনিটের ফল ঘোষণা করেন। তিনি বলেন, ঢাবির একাডেমিক বর্ষের যে হিসেব, সে অনুযায়ী আমরা অনেকদিন পর আবারও ক্লাস শুরু করতে পারছি। আমাদের চেষ্টা থাকবে সামনে জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু করার। সেক্ষেত্রে একাডেমিক ক্যালেন্ডারকে আমরা সেভাবে পরিবর্তন করব। ঢাকাওয়াচ/টিআর
টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে ববি শিক্ষার্থীরা
বরিশাল: টানা ১৯ দিনের ছুটি পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতরের এ ছুটি আগামী ৩১ মার্চ শুরু হবে এবং চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ১৯ এপ্রিল থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিকে ৩১ মার্চ ইস্টার সানডের ছুটি থাকলেও ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। পরবর্তীতে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতরের জন্য বন্ধ থাকবে অফিস অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও। বুধবার (২৭ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ববি রেজিস্টার মো. মনিরুল ইসলাম। ববি বন্ধ থাকাকালীন সময় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে জরুরি সেবা চালু থাকবে বলে জানান তিনি। ঢাকাওয়াচ/টিআর
ঢাবি অধ্যাপক জিয়া রহমান আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও তার সহকর্মী অধ্যাপক ড. মো. বিললাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তির বিষয়ে কাজ করার সময় স্যারের অসুস্থতার কথা শুনি। পরে তাকে হাসপাতালে নেওয়ার খবর পাই। সেখানেই তিনি মারা যান। জানাজা কখন হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখানেই আছি। ঢাকাওয়াচ/টিআর
চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষদের ইমেরিটাস অধ্যাপক ও শিল্পী হাশেম খান সূর্য ও দুটি পাখির চিত্রাঙ্কনের মধ্য দিয়ে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শিল্পী জামাল আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নেসার হোসেনসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর কবি জীবনানন্দ দাশের ‘তিমির হননের গান’ কবিতা থেকে আমরা তো তিমিরবিনাশী বাক্যটিকে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের উদ্দেশে শিল্পী হাশেম খান বলেন, চারুকলা অনুষদে বৈশাখ উদযাপন আমরা পাকিস্তান আমলে শুরু করেছিলাম। সে সময় একটি প্রেক্ষাপট ছিল। পাকিস্তান একটি জগাখিচুড়ি সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার প্রতিবাদে বাংলা সংস্কৃতিকে সবার সামনে নিয়ে আসতে এ অনুষ্ঠান আয়োজন শুরু করি। সূর্য ও পাখির চিত্র আঁকার পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা সংবাদ করতে আসেন, তারা ব্যাখ্যা করবেন। আমি তো আমার কাজ শেষ করেছি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, আমরা এ যাবৎ অনেকের বাণীই তুলে ধরেছি। তবে আমাদের সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি জীবনানন্দের কোনো পঙক্তি সামনে আনিনি। তাই এবার কবির তিমির হননের গান কবিতার একটি লাইন আমরা প্রতিপাদ্য নির্ধারণ করেছি। এটি তরুণ প্রজন্মের মুখে উচ্চারিত হবে। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রায় আমরা লোকজ সংস্কৃতি উপাদানগুলোর সঙ্গে মানুষকে পরিচয় করাই। ফলে কোনো একটা মোটিফকে হয়তো একটু পরিবর্তন করে প্রতিপাদ্যের সঙ্গে মিলিয়ে তৈরি করবো। ঢাকাওয়াচ/টিআর
যৌন নিপীড়নের দায়ে জবি শিক্ষক সাহেদ ইমন বহিষ্কার, বিভাগীয় প্রধানকে অব্যাহতি
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু সাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম। সভাশেষে জবি উপাচার্য সাদেকা হালিমও এ তথ্য জানান। তিনি বলেছেন, যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের দেয়া প্রতিবেদনে যৌন হয়রানি ও মানসিক নির্যাতন প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের সাময়িক বহিষ্কার আদেশ নিয়ে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জবি উপাচার্য। ঢাকাওয়াচ/টিআর
অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আম্মান আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শুক্রবার (১৫ মার্চ) রাত থেকে উত্তেজনা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ ঘটনায় ৬ দফা দাবি উত্থাপন করে শনিবার বিক্ষোভ করেন অবন্তিকার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এ বিষয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইভান তাহসিভ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারসহ আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছি। এসময়ের মধ্যে যদি দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী সোমবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে। প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন ফাইরুজ অবন্তিকা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামে ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় আত্মহত্যা করেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাইরুজ অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে। ঢাকাওয়াচ/টিআর
শিক্ষককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
শিক্ষককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইরুজ অবন্তিকা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আত্মহত্যা চেষ্টার আগে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। পরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। ফেসবুক পোস্টে অবন্তিকা উল্লেখ করেন, আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। আম্মান যে আমাকে অফলাইন অনলাইনে থ্রেটের উপর রাখতো সে বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেও আমার লাভ হয় নাই। দ্বীন ইসলাম আমাকে নানানভাবে ভয় দেখায় আম্মানের হয়ে যে আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার। আমি জানি এখানে কোনো জাস্টিস পাবো না। কারণ দ্বীন ইসলামের অনেক চামচা ওর পাশে গিয়ে দাঁড়াবে। এই লোককে আমি চিনতামও না। আম্মান আমাকে সেক্সুয়ালি এবিউজিভ কমেন্ট করায় আমি তার প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়ার জন্য দ্বীন ইসলামের শরণাপন্ন করায়। আর দ্বীন ইসলাম আমাকে তখন প্রক্টর অফিসে একা ডেকে নারীজাতীয় গালিগালাজ করে। সেটা অনেক আগের ঘটনা হলেও সে এখনো আমাকে নানাভাবে মানহানি করতেসে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা বলে। আর এই লোক কুমিল্লার হয়ে কুমিল্লার ছাত্র কল্যাণের তার ছেলেমেয়ের বয়সী স্টুডেন্টদের মাঝে কী পরিমাণ প্যাঁচ ইচ্ছা করে লাগায় সেটা কুমিল্লার কারো সৎ সাহস থাকলে সে স্বীকার করবে। এই লোক আমাকে আম্মানের অভিযোগ এর প্রেক্ষিতে ৭ বার প্রক্টর অফিসে ডাকায় নিয়ে “…. তুই এই ছেলেরে থাপড়াবি বলসস কেনো? তোরে যদি এখন আমার জুতা দিয়ে মারতে মারতে তোর ছাল তুলি তোরে এখন কে বাঁচাবে? আফসোস এই লোক নাকি ঢাবির খুব প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলো। একবার জেল খেটেও সে এখন জগন্নাথের প্রক্টর। সো ওর পলিটিকাল আর নষ্টামির হাত অনেক লম্বা না হলেও এতো কুকীর্তির পরও এভাবে বহাল তবিয়তো থাকে না এমন পোস্টে। কোথায় এই লোকের কাজ ছিল গার্ডিয়ান হওয়া আর সো কিনা শেষমেশ আমার জীবনটারেই শেষ না হওয়া পর্যন্ত মুক্তি দিলো না। আমি উপাচার্য সাদোকা হালিম ম্যামের কাছে, আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আপনার কাছে বিচার চাইলাম। আর আমি ফাঁসি দিয়ে মরতেসি। আমার উপর দিয়ে কী গেলে আমার মতো নিজেকে এতো ভালোবাসে যে মানুষ সে মানুষ এমন কাজ করতে পারে। আমি জানি এটা কোনো সলিউশন না কিন্তু আমাকে বাঁচতে দিতেসে না বিশ্বাস করেন। আমি ফাইটার মানুষ। আমি বাঁচতে চাইসিলাম! আর পোস্ট মর্টেম করে আমার পরিবারকে ঝামেলায় ফেলবেন না। এমনিতেই বাবা এক বছর হয় নাই মারা গেছেন আমার মা একা। ওনাকে বিব্রত করবেন না। এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার। আর আম্মান নামক আমার ক্লাসমেট ইভটিজারটা আমাকে এটাই বলছিল যে আমার জীবনের এমন অবস্থা করবে যাতে আমি মরা ছাড়া কোনো গতি না পাই। তাও আমি ফাইট করার চেষ্টা করসি। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম বলেন, গত দেড় বছর আগে অবন্তিকা ফেসবুকের ফেইক আইডি খুলে কয়েকজনকে বাজে কমেন্ট করার অভিযোগে তারা কোতোয়ালি থানায় জিডি করে। এ ঘটনার প্রেক্ষিতে অবন্তিকা প্রক্টর অফিসে আসলে তাদের মাঝে মিউচুয়াল করে দেন তৎকালীন প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল। পরবর্তীতে আমি একই জেলার হওয়া আমার কাছে অবন্তিকা ও তার মা জিডি তোলার বিষয়ে আসলে আমি তাতে অপারগতা প্রকাশ করি। জিডি ওঠাতে পারে একমাত্র প্রক্টর। আমি তাদের প্রক্টরের সাথে যোগাযোগ করতে বলি। পরবর্তীতে তারা এ বিষয়ে আর কখনো আসেনি। আর ফেসবুক পোস্টে তাকে অকথ্য ভাষায় গালিগালাজের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি কখনো ওই মেয়ের সঙ্গে একা কথা বলিনি। তাকে যতবার ডাকা হয়েছে সর্বদা প্রক্টর অফিসেই সকলের সামনে ডাকা হয়েছে। আর ওখানে বসে এসব ভাষায় গালি দিবো এটা কেমন কথা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিষয়টি জেনেছি। যেহেতু অভিযুক্তের একজন আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্য। মাননীয় উপাচার্য সাময়িকভাবে তাকে অব্যহতি প্রদানের মৌখিক নির্দেশনা দিয়েছেন। আইনগত প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী আম্মানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঢাকাওয়াচ/টিআর
শাবিপ্রবিতে গণইফতার কর্মসূচি পালন
শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণইফতার কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানালে এর প্রতিবাদ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের ইফতার পার্টি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে তা বন্ধের পাঁয়তারা করেছিল। যুগ যুগ ধরে চলা এ সংস্কৃতি নিয়ে কূটকৌশল সকল শিক্ষার্থীর হৃদয়ে আঘাত করেছে। এ ধরনের সিদ্ধান্ত ইফতারের মাধ্যমে গড়ে উঠা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করবে। তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ বিরত থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত সোমবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে পূর্বের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়, প্রতি বছর পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি আয়োজন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে। ঢাকাওয়াচ/টিআর
জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম। এর মাধ্যমে প্রথম কোনো শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনের ইতিহাস গড়লেন তিনি। সোমবার (১২ মার্চ) উপাচার্যের নির্দেশক্রমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ আব্দুল হালিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা যায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আইনুল ইসলাম এ দায়িত্ব পালন করবেন। আগামী ১৩ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি সব সুবিধা প্রাপ্য হবেন। এদিকে অধ্যাপক ড. আইনুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, জবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্রকল্যাণ পরিচালক, বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির বর্তমানে কার্যনির্বাহী সদস্য পদে আছেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ১৫ অক্টোবর ওহিদুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন। গত বছর ১৪ জুন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার পদে নিয়োগ পান তিনি। একই বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়। ঢাকাওয়াচ/টিআর
চবিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যাপককে স্থায়ী অপসারণ
চট্রগ্রাম :ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সিন্ডিকেটর ৫৪৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ২টি দাবির মধ্যে ছিল শিক্ষককে স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা করবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বলেন, বিশেষ সিন্ডিকেট সভায় ধর্ষণ চেষ্টাকারী সেই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মামলা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি। এর আগে গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দিয়ে ওই অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দেন রসায়ন বিভাগের এক ছাত্রী। অভিযোগের সত্যতা মেলায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সুপারিশে ওই শিক্ষককে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের চিঠিতে ওই ছাত্রী উল্লেখ করেন, তিনি অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন এবং ধর্ষণের চেষ্টা করেছেন। ধর্ষণচেষ্টার বিষয়টি জানাজানি হলে, ৩১ জানুয়ারি থেকেই ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। পরে গত মঙ্গলবার এ বিষয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে প্রতিবেদন জমা দেয়া হয়। এরই প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট ডাকেন উপাচার্য শিরীণ আখতার। সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে অভিযুক্ত অধ্যাপক তার বিরুদ্ধে আনীত অভিযোগট সম্পূর্ণরূপে অস্বীকার করেন। ঢাকাওয়াচ/টিআর
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে জর্ডান, তুরস্ক ও ইরানের শিক্ষা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
জর্ডান, তুরস্ক ও ইরানের শিক্ষা প্রতিনিধি দলের আজ (বৃহস্পতিবার) বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ-এর সাথে তার কার্যালয়ে ইরানের আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আয়াতুল্লাহ ড. আলী আব্বাসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইরানের আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আয়াতুল্লাহ ড. আলী আব্বাসি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা বিনিময় চুক্তি স্বাক্ষর (MOU ) করতে আগ্রহ ব্যক্ত করেন। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। প্রয়োজনীয় সকল ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রতততম সময়ের মধ্যে আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে শিক্ষা বিনিময় চুক্তি স্বাক্ষর করার আশা ব্যক্ত করেন। এতে বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা যে ভাবে ইরানের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে ঠিক তেমনিভাবে তারাও বাংলাদেশের হাজার বছরের মুসলিম ঐতিহ্য ও সভ্যতার বিষয়ে ধারনা লাভ করবে। একই দিন দুপুরে মাননীয় ভাইস চ্যান্সেলর-এ সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জর্ডানের কোয়ালেটি আপগ্রেডিং একাডেমির মহাপরিচালক ড. মাহমুদ আব্দুল মাজিদ ও তুরষ্ক ভিত্তিক ‘দি ডেইলি সাবা’ পত্রিকার সম্পাদক, জনাব মোহাম্মদ জাকির হোসেইন। এসময় তারা বাংলাদেশের মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আরবি ভাষা প্রশিক্ষণ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর (MOU ) সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষার উন্নয়নে এবং আরবি ভাষার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রস্তাব দেন। আব্দুর রশীদ বলেন, আরবি কোরআন ও হাদিসের ভাষা। এ ভাষা ইসলামি শিক্ষার প্রাণ শক্তি তাই আরবি ভাষার প্রচার ও প্রসারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ইতোমধ্যে সৌদি সরকারের সহায়তায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আরবি ভাষা ইনন্সিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ঢাকাওয়াচ/স
জবিতে নতুন ২ সহকারী প্রক্টর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম সুজাউদ্দীন ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর কে এম সুজাউদ্দীন ও ড. কিশোর রায় এ দায়িত্ব পালন করবেন। আজ থেকে এ আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তারা। ঢাকাওয়াচ/টিআর
চবি শিক্ষক সমিতির টানা চার দিনের কর্মবিরতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা চার দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। রোববার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, ৫ ও ৬ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ৭ ও ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। তবে পরীক্ষা এর আওতামুক্ত থাকবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন সাংবাদিকদের সামনে। অধ্যাপক আব্দুল হক বলেন, চবির বিভিন্ন অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জবাব সন্তোষজনক হয়নি বলে এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। এমন অবস্থায় বর্তমান প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক সমিতি উত্থাপিত অনিয়মের অভিযোগ এবং তার ধারাবাহিকতায় উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবি করছি। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য শিক্ষক সমিতি সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আরশাদ চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক লায়লা খালেদা আঁখি প্রমুখ। ঢাকাওয়াচ/টিআর
ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে ৪ বছরের জন্য মনোনীত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে, এ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত বছরের নভেম্বরে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রো-উপাচার্য (শিক্ষা) পদটি শূন্য হয়। অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ও বর্তমানে ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকাওয়াচ/টিআর
ঢাবি উপাচার্যের শেখ হাসিনাকে অভিনন্দন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীকে দেওয়া শুভেচ্ছার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোশাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার নেতৃত্বে সমিতির নেতাদের এবং নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে নীল দলের কো-কনভেনর অধ্যাপক ড. এ এম আমজাদ ও অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকাওয়াচ/টিআর
দিনাজপুরে জবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১২
দিনাজপুরের স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১২ জন শিক্ষক-শিক্ষার্থী। রবিবার সন্ধ্যায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে অবস্থিত ‘স্বপ্নপুরী’ পার্কে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে দুই শিক্ষার্থীর মাথা ফেটেছে ও এক শিক্ষার্থীর পা ভেঙেছে। আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। পার্কে রাইড চলাকালীন সময় জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যাগ রেখে চলে আসে। পরে সেই ব্যাগটি ফেরত আনতে গেলে সেখানে কর্মরত স্টাফরা ওই নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক কথাবার্তা বলেন। এ নিয়ে ওই নারী শিক্ষার্থীর সহপাঠীরা প্রতিবাদ করলে স্টাফরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রেয়সী শিকদার বলেন, আমরা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগের ফিল্ডওয়ার্কের কাজে দিনাজপুরের স্বপ্নপুরীতে আসি। সেখানে রাইডে কর্মরত এক ছেলে আমাদের এক বান্ধবীকে টিজ করলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। পরে তারা পার্কের স্টাফদের সঙ্গে নিয়ে জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের নিয়ে আমরা এখন দিনাজপুর মেডিকেলে আছি। ঘটনাস্থল থেকে উপস্থিত ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন বলেন, আমাদের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের (স্টাফ) সঙ্গে শিক্ষার্থীদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে অতর্কিতভাবে তারা রড ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আঘাত করে। আমাদের ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। দুইজন শিক্ষার্থীর মাথা ফেটেছে ও তার মধ্যে একজনের হাতও ভেঙেছে। আহত শিক্ষার্থীদের আমরা দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করেছি। এ বিষয়ে স্বপ্নপুরী পার্কের স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, এক শিক্ষার্থী ব্যাগ রেখে চলে যায়। পরে আরেক শিক্ষার্থী ফেরত নিতে এলে স্টাফরা ব্যাগের প্রকৃত মালিককে ডাকতে বলেন। পরে তিনি এসে ব্যাগ ফেরত নেন। কিন্তু আগেরজনকে কেনো ব্যাগ ফেরত দেওয়া হলো না এ নিয়ে শিক্ষার্থীরা ঝামেলা তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, আমি বিষয়টি শুনার পরেই দিনাজপুরের পুলিশ সুপারের সাথে কথা বলেছি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ সাতজন স্টাফকে আটক করে রেখেছে। স্থানীয় প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, মামলার কাজ চলছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে আছে। ঢাকাওয়াচ/স
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ ডিসেম্বর
ডেস্কঃ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩। সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে। নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার স্বাক্ষরিত তফসিলে এসব তথ্য জানানো হয়েছে। তফসিল অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদক পদে একজন করে এবং ১০ জন সদস্যসহ মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ওই দিনই মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীরা ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটার পূর্ব পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৯ ডিসেম্বর রাত আটটার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে তিনটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তফসিলে আরও জানানো হয়, সমিতির সদস্য তালিকা ১০ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সমিতির অফিসে পাওয়া যাবে। যে সকল শিক্ষক সদস্য নন তাদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সদস্য ফরম পূরণ করে সদস্য হতে অনুরোধ জানানো যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বা সভাপতির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ১৯ ডিসেম্বর রাত আটটার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, নির্বাচনের দিনেও যথানিয়মে সদস্য হয়ে ভোট প্রদানের সুযোগ থাকবে। ঢাকাওয়াচ/স
জবিতে সান্ধ্য কোর্স বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সান্ধ্য কোর্সে নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও রেজিস্ট্রার ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সান্ধ্য প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা হয়েছে। তবে ইতিমধ্যে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। জবির উপাচার্য মীজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত রাষ্ট্রপতির ইচ্ছে অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শ অনুযায়ী নতুন করে কাউকে ভর্তি করা হবে না। তবে যারা ভর্তি আছে তাদের শিক্ষা কার্যক্রম চালু থাকবে।’ ঢাকাওয়াচ/স
ইবিতে মেধাতলিকায় ভর্তি সম্পন্ন, ৮৭২ আসন শূন্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চার ইউনিটের অধীন ৩৪ বিভাগে ২ হাজার ৩০৫ আসনের মধ্যে ৮৭২ আসন শূন্য রয়েছে। মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ১ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। অপেক্ষমাণ তালিকা থেকে এ শূন্য আসন পূর্ণ করা হবে। ‘এ’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাতকার ১৫ ডিসেম্বর এবং ‘বি’ ও ‘ডি’ ইউনিটের সাক্ষাতকার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর থেকে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত শেষ হয়। ভর্তি শেষে চার ইউনিটের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের মধ্যে ৩০টি এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ৬৫টি আসনের মধ্যে ৪৩১টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ১৫৬টি (বাণিজ্য ১০১টি এবং অবাণিজ্য ৫৫টি) এবং বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৫৫টি আসন ফাঁকা রয়েছে। ১১ ডিসেম্বরের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে হবে। ১৭ ডিসেম্বর এই ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১৮ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এই ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে ২১ ডিসেম্বরের মধ্যে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৮ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। এছাড়া বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ২৩ ডিসেম্বরের মধ্যে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.iu.ac.bd) এ পাওয়া যাবে। ঢাকাওয়াচ/স
হাবিপ্রবিতে ভর্তি ৫ জানুয়ারি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম। রোববার দিবাগত রাত ১২টায় একই সঙ্গে ৪টি ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মেধাতালিকায় ‘এ’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে ৫ জানুয়ারি, ’বি’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি ’সি’ ও ’ডি’ ইউনিটের ভর্তি সম্পন্ন হবে। কোটায় মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং কোটায় অপেক্ষমান নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ২ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের যাবতীয় সনদপত্র সাক্ষাৎকার বোর্ডে সম্মুখে উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সার্টিফিকেট ও প্রয়োজনীয় ক্ষেত্রে আত্মীয়তার প্রমাণপত্র, আদিবাসী ও উপজাতির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, খেলোয়াড় কোটার ক্ষেত্রে বিকেএসপি থেকে প্রাপ্ত পাসের সনদপত্র এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদফতরের/সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রতিবন্ধী প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে। আগামী ১৯ জানুয়ারি ওরিয়েন্টেশন ও ২০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) ভিজিট করুন। উল্লেখ্য, গত ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ২ হাজার ৫টি আসনে ভর্তির জন্য আবেদন করে ৯৬ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। ঢাকাওয়াচ/স
যে কারণে রাবির ‘সি’ ইউনিটে ১ম হওয়া হাসিবের ভর্তি স্থগিত
জালিয়াতি সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের অ-বিজ্ঞান শাখায় প্রথম হওয়া হাসিবুর রহমানের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিটটির ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ। খোঁজ নিয়ে জানা গেছে, হাসিবু রহমান চলতি শিক্ষাবর্ষে (২০১৯-১০) ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। তিনি উচ্চমাধ্যমিকে মানবিক বিভাগের শিক্ষার্থী। গত ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে রাবি কর্তৃপক্ষ। ‘এ’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ থেকে অংশ নিয়ে এমসিকিউ পরীক্ষায় তিনি পেয়েছেন মাত্র ২০ নম্বর। যার ফলে ভর্তি পরীক্ষার শর্তানুযায়ী তার লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের অযোগ্য বলে বিবেচিত হয়। এ ইউনিটে তার ভর্তি পরীক্ষার রোল-৫৪২৩৩। তবে হাসিবুর ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের অ-বিজ্ঞান শাখায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে এমসিকিউ পরীক্ষায় ৬০ এর মধ্যে ৫৪ এবং লিখিত পরীক্ষায় ৪০ এর মধ্যে পেয়েছেন ২৬ নম্বর। এই ইউনিটে মোট ৮০ নম্বর পেয়ে সে ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে। সি ইউনিটে তার ভর্তি পরীক্ষার রোল- ৮০৩১৮। এই অসঙ্গতি শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানতে চাইলে সি ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক একরামুল হামিদ বলেন, তার দুই ইউনিটের খাতার লেখায় বেশ কিছুটা অসঙ্গতি ও গরমিল পাওয়া গেছে। এ জন্য সাময়িকভাবে তার ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে সে যে জালিয়াতি করেনি সেটি আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রমাণ করতে পারলে তাকে ভর্তির সুযোগ দেয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থী হাসিবুর রহমানকে ডিন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু এখনও সে যোগাযোগ করেনি। জালিয়াতির বিষয়ে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। জালিয়াতি হয়ে থাকলে কী ধরনের প্রক্রিয়ায় এটা করা হয়েছে তা জানাতে চায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকাওয়াচ/স
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাতে জাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল করেছেন উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার রাত ৯টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা এ মিছিল করেন। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে বের হয়ে পুরনো প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে রাত ৮টায় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যলয় প্রশাসন। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আন্দোলনকারীরা মিছিল বের করেন। তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাকে প্রশাসনের ‘অবৈধ’ সিদ্ধান্ত বলে আখ্যা দেন এবং সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। বিশ্ববিদ্যালয় বন্ধের পর শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও আন্দোলনকারীরা বলেন, বিক্ষোভ মিছিলের মাধ্যমেই ছাত্রীদের হলে পৌঁছে দেয়া হবে। ঢাকাওয়াচ/স
জাবিতে শিবির বলে আন্দোলনকারীদের পেটাল ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবির আখ্যা দিয়ে ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় মারিয়াম রশিদ ছন্দা নামের এক ছাত্রী গুরুতর আহত হন। এদিকে, হামলার পর ছাত্রলীগের পক্ষ নিয়ে ভিসি ফারজানা ইসলাম নিজেও আন্দোলনরতদের ‘জামায়াত শিবির ও বিএনপি’ বলে আখ্যা দিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, আন্দোলনকে বন্ধ করতে প্রশাসনের নির্দেশে শিবির পেটানোর নামে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অথচ ক্যাম্পাসে আন্দোলনের মাধ্যমে শিবির নিষিদ্ধ করা হয়েছিল। এখানে কোনও শিবির নেই। ঢাকাওয়াচ/স