রেকর্ড ভেঙে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা


News Defalt/rg dfgdfg.jpg

সিলেটে এক দিনের ব্যবধানে পূর্বের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি। এরও আগে গত ১৬ মে চলতি বছরের প্রথম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Your Image

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শুক্রবার বিকাল তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ার ফলে অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। তবে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×