রাতারাতি রাস্তার উপর ঘর, অবরুদ্ধ ২৫ পরিবার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলাচলের রাস্তায় ঘর তোলায় অবরুদ্ধ ২৫টি পরিবার। এতে চরম ভোগান্তিতে তারা। স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে দখলের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। ইউএনও বলছেন এটি জমি সংক্রান্ত জটিলতা। সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি।
কোটালীপাড়ার খালপাড়ের কাঁচা রাস্তা দিয়ে প্রায় ৫০ বছর ধরে চলাচল করতেন এসব পরিবার। সম্প্রতি, হঠাৎ রাতের আধারে সেই রাস্তায় তোলা হয়েছে ঘর। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে পরিবারগুলো।
ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার প্রভাবশালী সোহেল হাজরা এই ঘরটি তুলেছেন। এর প্রতিবাদ জানানোতে দেয়া হয়েছে হুমকি-ধামকি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চেয়েছেন প্রতিকার।
ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও অভিযুক্তের দাবি-জায়গার মালিক তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।