৩ ফুট করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট


News Image/Kaptai-768x432 (1).jpg

কাপ্তাই লেকের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় এবং তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় বাঁধের জলপাটগুলো ৩ ফুট করে খুলে দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহ।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানিপ্রবাহ বাড়ায় গতকাল থেকে ৩ ফুট করে ১৬টি গেট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গমন হচ্ছে।

বর্তমানে লেকে পানির লেভেল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৮ ফুট উচ্চতায় আছে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট। গত ২৭ আগষ্ট থেকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া শুরু হয়।

উল্লেখ্য, এমনিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রতি সেকেন্ডে ৩২ থেকে ৩৩ হাজার কিউসেক পানি আলাদা করে কর্ণফুলী নদীতে নির্গত হয়। এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯২ থেকে ৯৩ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে। কর্ণফুলী অববাহিকায় কাপ্তাই হ্রদের এই পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×