কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নিহত ৪


News Image/cumilla-768x432.jpg

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি মাইক্রোবাসে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ শুক্রবার (৬ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো একটি মাইক্রোবাস। বাতিসা নানকরা এলাকায় পৌছালে সড়কে একটি পিকআপ দাড়ানো দেখে পাশের লেনে যেতে নেয় মাইক্রোবাসটি। এসময় পেছন থাকা স্টারলাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ না করতে পেরে মাইক্রোটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসে থাকা চারজন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস ও বাস দুটি জব্দ করে পুলিশ। তবে পালিয়েছে ঘাতক চালক ও হেলপার।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×