সাতক্ষীরায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার


News Image/satkhira-20240907103022.jpg

সাতক্ষীরার কলারোয়ায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল এলএসডি ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব মাদকের বাজারমূল্য ৬ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Your Image


শনিবার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রবেশ করবে চোরাকারবারিরা। এ তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিআইপি এনসিও নায়েক হরমুজ আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল ওই স্থানে অবস্থান নেয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যান। এরপর সেখানে তল্লাশি করে একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), এক বোতল এলএসডি ও এক বোতল বিদেশি মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ৪ লাখ টাকা।

আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×