চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ


News Image/cox-768x432.jpg

শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন বাস শ্রমিকরা। অবস্থানের পাশাপাশি বিক্ষোভও করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজারমুখী সবধরনের বাস চলাচল।

এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউবা তিন চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে। গুনছেন বাড়তি ভাড়া।

পূর্বঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধেরে জেরে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে বলে জানা গেছে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×