চট্রগ্রামে মতবিনিময় করছেন হাসনাত, মুন্সিগঞ্জে সারজিস


News Image/sarjis-768x432.jpg
গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে।

সারজিস আলমসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গেছে মুন্সিগঞ্জে। সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন তারা। পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে।

সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বিকেল ৩ টায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভা করবেন।

অন্যদিকে, চট্টগ্রাম সফরে গেছেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবেন নগরীর লালদিঘীতে। সেখানে করবেন মতবিনিময় সভা।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×