তরুণ সংঘের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি এরশাদ, সাধারণ সম্পাদক আনিস
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের ৮ম দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ সালের কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শাপলা প্রতিকে ৪১ ভোট পেয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আনিসুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মোঃ আলী আজম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে, মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক পদে সফিউল আজম, প্রচার সম্পাদক পদে মোঃ ইনজামুল হক, ক্রীড়া সম্পাদক পদে মোঃ নেজাম উদ্দিন। নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে ৮ম বারের মতো দায়িত্ব পালন করেছেন হাফেজ জাফর আহমদ, তিনি বলেন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবাইকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।
সহ কমিশনার হিসেবে ছিলেন, মোঃ ছাবের, মোঃ ইদু মিয়া। রাত সাড়ে ৮ টা থেকে ভোট সংগ্রহ করে সাড়ে ১০ টায় শেষ হয়। ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন সদস্যরা।