ধনতলা সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:১৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত শ্রী জয়ন্ত কুমার সিংহের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তের ৩৯৩ মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
এ সময় নিহত জয়ন্তের কাকা বাবুল চন্দ্র সিংহ, অন্যান্য স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। পরে রাতেই স্থানীয় শ্বশানে মরদেহ সৎকার করা হয়। নিহত জয়ন্ত কুমার সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়ন্তসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্তের ৩৯৩ পিলারের মাঝামাঝি এলাকায় ভারতের উত্তর দিনাজপুর ইসলামপুর থানার ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় জয়ন্ত। পরে তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, হত্যার বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছিল। অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় নিহত জয়ন্তের কাকা বাবুল চন্দ্র সিংহ, অন্যান্য স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। পরে রাতেই স্থানীয় শ্বশানে মরদেহ সৎকার করা হয়। নিহত জয়ন্ত কুমার সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়ন্তসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্তের ৩৯৩ পিলারের মাঝামাঝি এলাকায় ভারতের উত্তর দিনাজপুর ইসলামপুর থানার ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় জয়ন্ত। পরে তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, হত্যার বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়ে চিঠি দেয়া হয়েছিল। অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।