যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার


News Image/1726218540.oc.jpg

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, শুক্রবার সকালে প্রভাষক মইনুল ইসলাম সবুজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরস্থ তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×