মাদকাসক্ত যুবকের হাতুড়িপেটায় প্রতিবন্ধী তরুণীর মৃত্যু
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সাতক্ষীরায় ইলিয়াস (৩০) নামে মাদকাসক্ত এক যুবকের হাতুড়িপেটায় টুম্পা খাতুন (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত টুম্পা সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তিনি সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিলেন।
টুম্পার বাবা রেজাউল ইসলাম জানান, আজ (শনিবার) সকাল ৯টার দিকে টুম্পার মাথায় আঘাত করেন প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে ইলিয়াস। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক টুম্পাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছিল। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে বলে আমার ধারণা।