কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পর্যটন পুলিশের সহায়তায় নিউ সী-বীচ হোটেলের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
পুলিশ এবং হোটেল সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতুসহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তারা কুয়াকাটা পর্যটনকেন্দ্রের নিউ সী-বীচ হোটেলের (৫০১) নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল।
এরপর আজ হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন, সেটির দরজার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি পুলিশ সদস্যরা। একপর্যায়ে তারা ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা মো. আলী হায়দার বলেন, হঠাৎ করে রাস্তায় দুটি ছেলে দৌড়ে পালাচ্ছিল। তাদের পিছু নিয়ে ওই আবাসিক হোটেলের এক কর্মচারী ধাওয়া করেন। এটি দেখে তারা ওই ব্যক্তিদের আটক করে হোটেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই তরুণীর সঙ্গে থাকা তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আসতে বলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।