সীমান্তে আটক মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি


News Image/153311_130.jpg
মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ (৬৫) অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।

বিজিবি সুত্রে জানা যায়, বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়,

তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানান। 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×