দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি: জামায়াত নেতা রফিকুল ইসলাম


News Image/rofikul-20240919090553.jpg
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। এদেশে একজন মুসলিম যে সুযোগ-সুবিধা পাবে সেই একই সুযোগ-সুবিধা অমুসলিমরাও পাবে। সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে চলবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর শাখার উদ্যোগে গণসমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। শুধু ছ্যাচড়া চোরের নয়, বড় বড় রাঘব বোয়ালদের শাস্তি দেওয়া হবে। যা দেখে ছোট ছোট ছ্যাচড়া চোরেরা দুর্নীতি করার সাহস পাবে না।

এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচারী ঘষেটি বেগম শেখ হাসিনা গণভবনকে বাপ-দাদার তালুক মনে করেছিল। কিন্তু সেখান থেকে ছাত্র-জনতা তাকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন গণভবন কারও বাপ-দাদার তালুক নয়।

শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মালেক মাস্টারের পরিচালনায় বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডা. সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জাামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ। 

সমাবেশ শেষে ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন মাওলানা রফিকুল ইসলাম খান। 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×