নীতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক


News Image/download - 2024-09-19T120712.893.jpeg
নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পোরশা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আটক দুইজন হলেন- উপজেলার শিতলীডাঙ্গা এলাকার মইমুদ্দিনের ছেলে সানাউর রহমান ঝুলু এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শম্ভু ইসলাম।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, গতকাল ভোর রাতের দিকে ঝুলু ও শম্ভু ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভড়কাডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।

এ সময় বিএসএফ তাদের আটক করে। তবে তারা কি কারণে ভারতে ঢুকে পড়েছিল তা জানাতে পারেনি কেউ।
 
এদিকে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-১৬ ব্যাটালিয়নের সিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। আজ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে।

বৈঠক শেষ হলে ঘটনার সত্যতা ও কারণ জানা যাবে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×