খাগড়াছড়িতে সহিংসতায় নিহত ৩
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:২৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সৃষ্ট সংঘাতের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।
সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।