নদীতে ভেসে ছিল তরুণীর এসিডে ঝলসানো হাত বাঁধা মরদেহ


News Image/1726987261.Aditmari-dead-body-pic-1.jpg

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভাসমান অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মেহেদী রাঙানো হাত পিছমোড়া করে বাঁধা এবং মুখটি এসিডে ঝলসে দেওয়া।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়া।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা এক তরুণীর (৩০) মরদেহ দেখতে পান।

পরে খবর দেন আদিতমারী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে ভেসে এসেছে মরদেহটি।  তরুণীর হাত মেহেদী রাঙানো এবং লেখা আছে আই লাভ ইউ।

দুই হাত পেছন থেকে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরকা পরহিতা তরুণীর মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।   

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্ত করতে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×