কিশোরীকে গরম পানিতে ঝলসে দেওয়া সেই নারী গ্রেফতার


News Image/download - 2024-09-23T141903.802.jpeg

চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে উদ্দেশ্য করে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় কিশোরীর মাথায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সায়েরা খাতুনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।   
রবিবার রাতে ওই নারীকে আনোয়ারার বটতলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন।

গত বুধবার বিকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে পপি আকতার (১২) নামের এক কিশোরীর মাথায় গরম পানি ঢেলে দেন স্থানীয় এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০)।

পপি আকতারের বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবী আকতার ৭ বছর আগে মৃত্যুবরণ করেন। পপি নানাবাড়িতে থাকতো।

দগ্ধ অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া আসা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, গত বুধবার বিকালে বেশ কয়েকজন মিলে পপির নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও তাদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গরম পানি নিয়ে উঠানে আসেন।

একপর্যায়ে কিশোরী পপি আকতারের মাথায় গরম পানি ঢেলে দেন।    

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা করেছেন তার নানা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সায়েরা খাতুনকে বটতলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×