ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারসহ এক নারী আটক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:০০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় প্রাইভেটকারে লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখি (২২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মুক্তা আক্তার পাখি লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার পশ্চিম সাড়াডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ঝাউলার বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ওই নারীকে আটক করা হয়।
ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
মাদককারবারি ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।